ছবি সংগ্রহীত
দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুটি এলএনজি কার্গো আমদানির অনুমোদন দিয়েছে সরকার। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এই এলএনজি আনতে ব্যয় হবে ১ হাজার ৩৭৬ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৬৮০ টাকা।
মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে প্রথম কার্গোটি (১-২ এপ্রিল ২০২৫) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। দরপত্রের সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয় যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড। প্রতি এমএমবিটিইউ ১৪.৪৮ মার্কিন ডলার দরে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৬৯৪ কোটি ৪৭ লাখ ৬৭২ টাকা।
একইভাবে, দ্বিতীয় কার্গোটি (১২-১৩ এপ্রিল ২০২৫) আমদানির অনুমোদন দেওয়া হয়। এটি আনতে প্রতি এমএমবিটিইউ ১৪.২২ মার্কিন ডলার দরে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনায় মোট ব্যয় হবে ৬৮২ কোটি ৩ হাজার ৮ টাকা।
সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশব্যাপী গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News