ছবি সংগ্রহীত
পরীক্ষা শব্দটির সঙ্গেই জড়িয়ে আছে উদ্বেগ, উৎকণ্ঠা আর এক ধরনের মানসিক চাপ। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে, জীবন মানেই পরীক্ষা। কেবল স্কুল-কলেজের পরীক্ষাই নয়—আসল পরীক্ষাগুলো হলো ধৈর্য, নিয়ন্ত্রণ, এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসার। তাই পৃথিবীর পরীক্ষায় সফল হতে হলে আল্লাহর সাহায্য চাইতেই হবে।
নবী-রাসুলদের আমলই আমাদের আদর্শ:
রাসুলুল্লাহ (সা.) যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতেন—দুই রাকাত সালাতুল হাজত আদায় করে। পরীক্ষার আগেও আমাদের উচিত সেই আমল অনুসরণ করা। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে সহায়তা প্রার্থনা করা উত্তম।
স্মরণশক্তি বৃদ্ধির দোয়া:
পরীক্ষার হলে গিয়ে অনেকে দেখেন, অনেক কিছু পড়ে গেলেও সব ভুলে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে এই দোয়াটি পাঠ করতে পারেন:
رَبِّ زِدْنِي عِلْمًا
উচ্চারণ: রাব্বি যিদনি ইলমা
অর্থ: হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করো।
এটি কুরআনের সূরা তোহা’র আয়াত (আয়াত ১১৪)। পরীক্ষার সময় তিনবার পড়া যেতে পারে।
আরও কিছু সহায়ক দোয়া:
জ্ঞান ও স্মরণশক্তি বৃদ্ধির জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, যা পরীক্ষার সময় বা প্রস্তুতির সময় পাঠ করা যেতে পারে—
১️⃣ رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى...
উচ্চারণ: রব্বিশরাহ্লী সদরী…
অর্থ: হে আল্লাহ! আমার বক্ষ প্রশস্ত করে দাও, কাজ সহজ করে দাও। (সূরা তোহা: ২৫–২৮)
২️⃣ اللَّهُمَّ أَيِّدْني بِرُوحِ الْقُدُسِ
অর্থ: হে আল্লাহ! তুমি আমাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তি দান করো।
৩️⃣ اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ
অর্থ: হে আল্লাহ! আমাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করো।
৪️⃣ اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلاً…
অর্থ: হে আল্লাহ! তুমি ছাড়া কিছুই সহজ নয়, তুমি চাইলে কঠিন কাজকেও সহজ করে দিতে পারো।
পরীক্ষা ভালো করতে চাইলে:
পরীক্ষায় ভালো ফল করতে হলে শুধু দোয়া নয়, প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ছাড়া দোয়া একা ফলদায়ক হয় না। কোরআনে বলা হয়েছে, ‘সবার জন্যই তাদের কর্ম অনুসারে মর্যাদা রয়েছে।’ (সূরা আল-আহকাফ: ১৯) তাই নিয়মিত অধ্যয়ন, পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি, খাতার লেখা পরিষ্কার ও গোছানো রাখা—সবই জরুরি।
ভুলে গেলে যে দোয়া:
পরীক্ষার সময় কোনো বিষয় ভুলে গেলে এই দোয়াটি পড়তে পারেন—
اللهم ذكرني منهما نسيت، وعلمني منهما جهلت
অর্থ: হে আল্লাহ! আমি যা ভুলে গেছি তা স্মরণ করিয়ে দাও, যা জানি না তা শিখিয়ে দাও।
পরীক্ষা একটি বাস্তবতা। এ থেকে পালানোর সুযোগ নেই। তাই এটি গ্রহণ করে এর জন্য সর্বোচ্চ প্রস্তুতি ও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করাই হলো সফলতার চাবিকাঠি। মনে রাখা জরুরি, চেষ্টা না করে কেবল দোয়া করলে কাজ হবে না, আবার চেষ্টা করেও দোয়া না করলে তাওফিক পাওয়া যাবে না। দুটোরই ভারসাম্য বজায় রাখলেই মিলবে কাঙ্ক্ষিত সফলতা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News