ছবি সংগ্রহীত
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে গাজাবাসীর পাশে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। হাজারো মানুষের উপস্থিতিতে এই গণজমায়েত ছিল গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ এবং মুসলিম উম্মাহর ন্যায়ের পক্ষে এক দৃঢ় অবস্থান।
ঘোষণাপত্রে চারটি স্তরে তুলে ধরা হয় জাতি, রাষ্ট্র ও ব্যক্তির করণীয়—যা একদিকে আন্তর্জাতিক সমাজের কাছে দাবি, অন্যদিকে বাংলাদেশের জনগণের প্রতি একটি অঙ্গীকার।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান:
প্রথম স্তরে জাতিসংঘ ও আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, গাজায় যে রক্তপাত চলছে, তা কোনো একক রাষ্ট্রের ব্যর্থতা নয়—বরং গোটা আন্তর্জাতিক ব্যবস্থার নৈতিক পরাজয়। তাই ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিচার নিশ্চিত, কার্যকর হস্তক্ষেপ, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত ফিরিয়ে দেওয়া এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।
মুসলিম বিশ্ব ও ওআইসির প্রতি আহ্বান:
দ্বিতীয় স্তরে মুসলিম নেতৃবৃন্দ ও ওআইসির প্রতি দাবি জানানো হয়, তারা যেন ইজরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে, বাণিজ্যিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং গাজাবাসীর পাশে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়ায়। ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিমদের ওপর নির্যাতনের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক প্রতিবাদের দাবি জানানো হয়।
বাংলাদেশ সরকারের প্রতি দাবি:
তৃতীয় স্তরে বাংলাদেশের সরকারকে আহ্বান জানানো হয় ‘Except Israel’ শর্ত পুনর্বহাল, ইজরায়েল সংশ্লিষ্ট চুক্তি বাতিল, গাজায় সরাসরি ত্রাণ পাঠানো এবং জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নীতিমালা গ্রহণ করতে। পাশাপাশি, শিক্ষা ও পাঠ্যবইয়ে ফিলিস্তিন এবং মুসলিম ঐতিহ্য অন্তর্ভুক্তির জোর দাবি জানানো হয়।
নিজেদের প্রতি অঙ্গীকার:
সবশেষ স্তরে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একটি আত্মিক অঙ্গীকার ঘোষণা করা হয়—জায়নবাদী পণ্য ও কোম্পানি বর্জন, ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী আদর্শে গড়ে তোলা, সমাজে ঐক্য বজায় রাখা এবং ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রতিরোধের প্রস্তুতি নেওয়ার।
ঘোষণাপত্রে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হয় গাজার শহীদদের প্রতি, যাঁরা অবিচল ঈমান ও আত্মত্যাগের মাধ্যমে বিশ্বের নীরবতার বিপরীতে প্রতিরোধের নতুন সংজ্ঞা নির্মাণ করেছেন।
ঘোষণাপত্রের শেষ অংশে মাহমুদুর রহমান বলেন, “বাংলাদেশের মানুষ শাহ জালাল আর শরীয়তুল্লাহর উত্তরসূরি হয়ে গাজার শহীদদের সালাম জানায়, তাঁদের রক্তকে সম্মান জানায় এবং দো‘আ করে—গাজা যেন হয়ে উঠুক সেই পাথর, যার উপর গিয়ে ভেঙে পড়বে সব জায়নিস্ট ষড়যন্ত্র।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News