ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 02:43 AM, 13 April 2025.
Digital Solutions Ltd

‘মার্চ ফর গাজা’তে পরিবারসহ অংশগ্রহণ, মাওলানা সাইফুল্লাহর আবেগঘন স্ট্যাটাস ভাইরাল

Publish : 02:43 AM, 13 April 2025.
‘মার্চ ফর গাজা’তে পরিবারসহ অংশগ্রহণ, মাওলানা সাইফুল্লাহর আবেগঘন স্ট্যাটাস ভাইরাল

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

গাজা সংহতি কর্মসূচি ‘মার্চ ফর গাজা’তে পরিবারসহ অংশগ্রহণ করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন দেশের প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। শনিবার (১২ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, এই কর্মসূচি শুধু প্রতিবাদের মাধ্যমই নয়, বরং এটি একটি প্রজন্মের হৃদয়ে ন্যায়ের বোধ জাগিয়ে তোলার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠেছিল।

স্ট্যাটাসে মাওলানা সাইফুল্লাহ লেখেন, “বাসায় ফিরে শুনি, আমার তিন মেয়ে তাদের মায়ের সঙ্গে ফ্ল্যাগ হাতে রাস্তায় গিয়েছিল। ফিরে এসে তারা চোখ-মুখে আবেগ নিয়ে জানালো, কীভাবে মানুষের তীব্র প্রতিক্রিয়া ও ভালোবাসার ঢেউ তারা দেখেছে।”

তিনি জানান, কর্মসূচিতে অংশগ্রহণ সহজ ছিল না। রোদে হেঁটে অংশ নেওয়া, আয়োজনে খরচসহ বিভিন্ন দিক থেকে এটি ছিল কষ্টসাধ্য। তবে শেষে এসে যখন স্ত্রীর ফোনে মেয়েদের স্লোগান দেওয়া ভিডিও দেখেন— “ফিলিস্তিন জিন্দাবাদ, হাইফা-ইলাত নিপাত যাক”— তখন সেই কষ্ট এক অনন্য অর্জনে রূপ নেয়।

তার ভাষায়, “আজকের কর্মসূচির আসল সাফল্য ছিল শিশুদের অন্তরে ন্যায়ের প্রতি ভালোবাসা সৃষ্টি করা এবং সামষ্টিক চেতনার বীজ বপন। এই কচি অন্তরের আগামীর বোধই বা কম কিসে?”

মাওলানা সাইফুল্লাহর এই স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই এতে একাত্মতা প্রকাশ করেছেন। নেটিজেনদের মতে, শিশুদের মধ্যে মানবতা ও ন্যায়ের চেতনা গড়ে তুলতে পরিবারের অংশগ্রহণসহ এ ধরনের আন্দোলন ও কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গাজা পরিস্থিতি ও এর বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ কর্মসূচি চললেও বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ছিল ব্যতিক্রম। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

বিশেষ করে পরিবারের সদস্যদের, এমনকি ছোট ছোট শিশুদের নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ সমাজে এক নতুন বার্তা পৌঁছে দিয়েছে— যে বার্তাটি বলছে, ন্যায়, মানবতা ও সংহতির শিক্ষা ঘর থেকেই শুরু হয়।

 

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আবারও ১৪ এপ্রিল, সালমান খানকে প্রাণনাশের হুমকি—কাকতালীয় নাকি পরিকল্পিত? শিরোনাম ঐক্যের মাধ্যমে নির্বাচনের পথ সুগম হবে: ফখরুল শিরোনাম জিম্বাবুয়ে সিরিজে স্পিন দায়িত্বে সোহেল, ছুটিতে মুশতাক শিরোনাম স্বৈরাচারমুক্ত বাংলাদেশে প্রাণবন্ত বৈশাখ উদযাপন শিরোনাম ভারত-চীন আকাশপথে সম্পর্কের নতুন দিগন্ত: শিগগিরই চালু হতে পারে যাত্রীবাহী বিমান চলাচল শিরোনাম মায়ের জন্য কান্না, বাবাকে অপহরণকারী ভেবে গণপিটুনি