ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:41 AM, 28 July 2025.
Digital Solutions Ltd

৮০০ কোটি টাকা লোপাটে সালমান-শিবলীসহ ৩০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Publish : 02:41 AM, 28 July 2025.
৮০০ কোটি টাকা লোপাটে সালমান-শিবলীসহ ৩০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

আইএফআইসি ব্যাংক ও বিএসইসি’র প্রভাবশালী সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ৮০০ কোটি টাকা লোপাটের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এবং বিএসইসি’র সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামসহ ৩০ জনের নাম রয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে মর্টগেজ সম্পত্তিকে অস্বাভাবিকভাবে অতিমূল্যায়িত করে বন্ডের বিপরীতে বিনিয়োগকারীদের ৮০০ কোটি টাকা আত্মসাৎ করেন। জমির প্রকৃত মূল্য ছিল ৮৭ কোটি টাকা, অথচ সেটি মূল্যায়ন করা হয় ১ হাজার ২০ কোটি টাকায়—যা ছিল প্রতারণামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

এই বন্ডের মাধ্যমে কথিত প্রতিষ্ঠান শ্রীপুর টাউনশিপ লিমিটেড মাত্র মাসখানেক আগে রেজিস্ট্রেশন নিয়েই বাজার থেকে ১ হাজার কোটি টাকা সংগ্রহ করে। এরপর ২০০ কোটি টাকা এফডিআর করে বাকি ৮০০ কোটি টাকা সরাসরি বেক্সিমকো গ্রুপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। এসব লেনদেনের মধ্যে রয়েছে নগদ উত্তোলন, সন্দেহজনক হস্তান্তর ও ব্যাংকিং নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।

মামলায় আরও উল্লেখ করা হয়, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, মানি লন্ডারিংসহ দণ্ডবিধির একাধিক ধারায় এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন:

সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান

বিএসইসির সাবেক কমিশনাররা: রুমানা ইসলাম, মিজানুর রহমান, শেখ শামসুদ্দিন আহমেদ ও মো. আবদুল হালিম

আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি মো. শাহ আলম সারোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও শ্রীপুর টাউনশিপের পরিচালনা পর্ষদের সদস্যরা

দুদক বলছে, তদন্ত সাপেক্ষে এ মামলায় আরও আসামি যুক্ত হতে পারে এবং দোষী সাব্যস্ত হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্টদের।

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১