ছবি সংগৃহীত
আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন মাজিদ শুধু কোনো নির্দিষ্ট জাতি, ভাষা বা যুগের জন্য নয়—বরং এটি সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশনা। কোরআনের প্রতিটি আয়াত মুমিনের জীবনে আলোর দিশা দেখায়, আর সেই আলোয় পথ চলে মানুষ পায় দুনিয়া ও আখিরাতের সাফল্য।
আল্লাহতায়ালা ইরশাদ করেন—“এ কিতাব মুত্তাকিদের জন্য পথনির্দেশ।” (সুরা বাকারা : ২)। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে এবং তাঁর সন্তুষ্টি কামনায় জীবন পরিচালনা করে, কোরআন তাদের জন্য এক নির্ভুল দিকনির্দেশক।
পবিত্র কোরআন জানিয়ে দেয়—এটি শুধু কোনো জাতি বা অঞ্চলের জন্য নয়, বরং সমগ্র পৃথিবীর সকল কালের মানুষের জন্য। ইরশাদ হয়েছে—“এ কোরআন তোমাদের এবং তাদের জন্য সতর্কবার্তা যাদের কাছে এটি পৌঁছবে।” (সুরা আনআম : ১৯)। কোরআনের এই বাণী পৌঁছানোর জন্য কোনো সময় বা স্থানের সীমাবদ্ধতা নেই।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে বিশ্ববাসীর জন্য এই কিতাব নাজিল হয়েছে, যেন তিনি কোরআনের আলোয় মানুষকে হেদায়াতের দিকে আহ্বান করেন। কোরআনই সেই নূর বা জ্যোতি, যার অনুসরণেই মানুষ সত্যের পথ চিনে নিতে পারে।
আল্লাহ তায়ালা বলেন—“যারা এই নবি (সা.)-এর প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, সাহায্য করে এবং যেই নূর তার সঙ্গে নাজিল হয়েছে তার অনুসরণ করে—তারা-ই সফল।” (সুরা আরাফ : ১৫৭)
মক্কার যুগে যখন পয়গাম দেওয়া হচ্ছিল, তখনো বলা হয়েছিল—যাদের কাছে পূর্ববর্তী আসমানী কিতাব এসেছে, তারাও কোরআনের সত্যতা স্বীকার করবে। ইতিহাস তার প্রমাণ রেখেছে। হজরত আবদুল্লাহ ইবনে সালাম (রাযি.), হজরত আদী ইবনে হাতিম (রাযি.) ও রাজা নাজাশী (রহ.) কোরআনের আলোয় পথ খুঁজে পেয়েছিলেন।
তারা সাক্ষ্য দিয়েছেন—এ কিতাব সেই সব পূর্ববর্তী কিতাবের মতোই, যার ভিত্তি ছিল তাওহিদ ও আখিরাতের বিশ্বাস। এ কিতাব পথ দেখায়, সতর্ক করে এবং আল্লাহর ভয়কে জীবনের প্রতিটি ধাপে জাগ্রত রাখে।
কোরআন বলছে—“এটা তো পুরো জাহানের জন্য উপদেশ।” (সুরা ইউসুফ : ১০৪)। এই উপদেশ কেবল তাদের কাজে আসে, যারা আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে। আর যারা এই হেদায়াত অস্বীকার করে, তাদের সম্পর্কে আল্লাহ বলেন—“আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়াত দেন না।” (সুরা আহকাফ : ১০)
সুতরাং এই মহাগ্রন্থকে জানা, মানা ও জীবনে বাস্তবায়ন করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানব জীবনের সর্বাঙ্গীন কল্যাণের পথনির্দেশক। যার প্রতি যতটুকু উপলব্ধি হবে, তার জীবন ততটুকু আলোকিত হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News