ছবি সংগৃহীত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকদিন পর দেশের রাজনীতিতে আবার আলোচনায় উঠে এসেছেন দলটির পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা। এবার ব্রিটেনের লন্ডনে এক বিয়ের অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের একঝাঁক সাবেক হেভিওয়েট নেতাকে।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় লন্ডনের অভিজাত ওটু এরিনার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে অংশ নেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর এমন একটি পারিবারিক আয়োজনে একসাথে তাদের দেখা মেলায় আলোচনার ঝড় উঠেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। অনুষ্ঠানে আসা অতিথিদের সঙ্গে তারা খোশমেজাজে গল্প করেছেন, ছবি তুলেছেন এবং অনেক পুরনো নেতা-কর্মীর সঙ্গে পুনর্মিলনীও হয়েছে বলে জানা গেছে।
এই দৃশ্য নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাদের “রাজনৈতিক আশ্রয়ে” বলে অভিহিত করলেও, অনেকে বলছেন— দেশের চাপে পালিয়ে যাওয়া নেতারা বিদেশে নতুন মঞ্চ গড়ছেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র ও সাধারণ মানুষের গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারায়। এরপর থেকেই একে একে দেশ ত্যাগ করেন দলটির অনেক শীর্ষ নেতা, মন্ত্রী-এমপি এবং ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী। প্রথমদিকে তারা বিভিন্ন দেশে আত্মগোপনে থাকলেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও মধ্যপ্রাচ্যের নানা দেশে দলীয় এবং ব্যক্তিগত আয়োজনে তাদের দেখা যেতে শুরু করে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের আয়োজনে তাদের উপস্থিতি রাজনৈতিক বার্তাবাহীও হতে পারে। বিশেষ করে বিদেশে থাকা প্রবাসী আওয়ামী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং নিজেদের অবস্থান জানান দেওয়াই হতে পারে এসব উপস্থিতির মূল উদ্দেশ্য।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত একাধিক প্রবাসী নেতা বলেন, ‘রাজনীতি এখন দেশের বাইরে থেকেও প্রভাবিত হচ্ছে। এ ধরনের আড্ডা-আয়োজন শুধু সামাজিক নয়, রাজনৈতিক কৌশলও বটে।’
তবে অনুষ্ঠানে অংশ নেওয়া সাবেক মন্ত্রীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News