ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 01:17 AM, 24 April 2025.
Digital Solutions Ltd

আল-কোরআন: নবীজির শ্রেষ্ঠ মুজিজা, চিরন্তন অলৌকিক বার্তা

Publish : 01:17 AM, 24 April 2025.
আল-কোরআন: নবীজির শ্রেষ্ঠ মুজিজা, চিরন্তন অলৌকিক বার্তা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানবজাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ এবং পবিত্র কোরআন তার শ্রেষ্ঠ মুজিজা। ইসলামি বিশ্বাস অনুযায়ী, কোরআন মানবজাতির মুক্তির পথ এবং তাওহিদ ও ন্যায়বিচারের শাশ্বত বার্তা।

মুজিজা এমন এক অলৌকিক বিষয় যা মানবীয় ক্ষমতার সীমা অতিক্রম করে যায়। বিভিন্ন নবী-রসুলদের সময় আল্লাহ তায়ালা যুগোপযোগী মুজিজা দান করেছেন। কেউ পেয়েছেন হাতের ইশারায় সমুদ্র বিভাজন, কেউ পেয়েছেন জীবিতকে মৃত থেকে ফিরিয়ে আনার ক্ষমতা। আর হজরত মুহাম্মদ (সা.) পেয়েছেন বুদ্ধিবৃত্তিক ও সাহিত্যিক শ্রেষ্ঠ মুজিজা—আল-কোরআন।

কোরআন এমন এক গ্রন্থ, যার ভাষা, অলংকার, রূপক, ব্যাকরণিক সৌন্দর্য এবং গভীর দার্শনিক বয়ান আজও চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে মানবজাতির কাছে। প্রায় ১৪শ বছর আগেও সাহিত্যের শীর্ষ যুগে থাকা আরবদের সামনে কোরআন যখন অবতীর্ণ হয়, তখনও মহান আল্লাহ তাদের উদ্দেশে বলেন, "এ কিতাবের অনুরূপ একটি সুরা কিংবা আয়াত তৈরি করে দেখাও।" (সূরা বাকারা: ২৩-২৪)।

এমনকি আল্লাহ স্বয়ং এ কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ইতিহাস সাক্ষ্য দেয়, কোরআনের একবিন্দু পরিবর্তন হয়নি। আজও লাখ লাখ মানুষ কোরআনের পুরো অংশ হিফজ করে রেখেছেন হৃদয়ে। অন্য কোনো ধর্মগ্রন্থ এই সম্মান ও নিরাপত্তা লাভ করেনি।

আশ্চর্যের বিষয় হলো, এত শতাব্দী পেরিয়েও আজ পর্যন্ত কেউ কোরআনের সমতুল্য একটি বাক্যও রচনা করতে পারেনি। না এককভাবে, না সম্মিলিতভাবে। এটি একমাত্র আসমানি কিতাব যা সকল যুগে প্রাসঙ্গিক এবং মানুষকে আলোর পথ দেখাতে সক্ষম।

কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের দিকনির্দেশনা, নৈতিকতা, বিচারবোধ ও আধ্যাত্মিক প্রজ্ঞার এক বিস্ময়কর সংকলন। আজকের মুসলিম সমাজের উচিত এই মহাগ্রন্থের প্রকৃত শিক্ষা অনুধাবন করে তা জীবনে বাস্তবায়ন করা।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভোটের অধিকার প্রতিষ্ঠায় যেকোনো মূল্যে লড়বে বিএনপি: তারেক রহমান শিরোনাম ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাবে স্থগিত ইসাক দারের ঢাকা সফর শিরোনাম কাশ্মির হামলার উত্তাপ:পাকিস্তানে বিএসএফ জওয়ান আটক শিরোনাম বাংলাদেশ পুনর্গঠনে ইউনূসের পাশে কাতার, সর্বাত্মক সহায়তার আশ্বাস শিরোনাম "ষড়যন্ত্রকারীদের ঘুম হারাম, জামায়াতের অগ্রযাত্রা থামাতে মরিয়া" – মো. সেলিম শিরোনাম মৌলভীবাজারে মাদরাসায় সশস্ত্র হামলা, আটক ৩