ছবি সংগৃহীত
বাংলাদেশের ইতিহাসে আজ পেশ হতে যাচ্ছে ৫৪তম বাজেট। এ বাজেট হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম এবং উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এবার বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ও রাজস্ব সংগ্রহ এ বছরের অন্যতম বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশের বাজেট ইতিহাসে সময়ের বিভিন্ন পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীদের অনেক বক্তব্য আজও স্মরণীয়। প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ১৯৭৪-৭৫ সালের বাজেটে বলেন, “শুধু স্লোগানে সমাজতন্ত্র কায়েম হয় না, দুর্নীতি দূর হয় না, শুধু বুলি আউড়িয়ে প্রবৃদ্ধি অর্জন করা যায় না।”
জিয়াউর রহমান বলেছিলেন, “জাতি হিসেবে আমাদের অপচয় বর্জন শিখতে হবে।”
এম সাইফুর রহমান বলেছিলেন, “সরকার সুদক্ষ বিনিয়োগকারী নয়,” আর “স্বৈরশাসনে বাজেট নৈতিকতা হারিয়েছে।”
আবুল মাল আবদুল মুহিত তার বাজেট বক্তৃতায় বারবার জাতিকে আশাবাদী করেছেন এবং ১২টি বাজেট পেশ করে রেকর্ড গড়েছেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রথমবার বাজেট পেশের সময় অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বক্তৃতা দেন—এই নজির বাংলাদেশের ইতিহাসে প্রথম।
সাম্প্রতিক ইতিহাসে ২০২৪-২৫ সালের বাজেট ঘিরে আলোচনার কেন্দ্রে ছিল কালো টাকা সাদা করার সুযোগ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্দেশে সাংবাদিকদের ব্রিফিং থেকে বর্জনের ঘটনা।
এবারের বাজেটও নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজস্ব আহরণ, ব্যয়ের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের প্রত্যাশা মেটানো—এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের কৌশল হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News