ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:28 AM, 20 August 2025.
Digital Solutions Ltd

বৈদেশিক ঋণ ছাড়ে ধীরগতি, ব্যাখ্যা দিল সরকার

Publish : 02:28 AM, 20 August 2025.
বৈদেশিক ঋণ ছাড়ে ধীরগতি, ব্যাখ্যা দিল সরকার

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

চলতি ২০২৪-২৫ অর্থবছরের শেষ দিকে এসে বৈদেশিক বাজেট সহায়তা প্রাপ্তির গতি কিছুটা ধীর। তবে সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, জুন মাসের মধ্যে বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে।

সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, চলতি হিসাবের ঘাটতি কমে এসেছে এবং সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে অনেক উন্নয়ন প্রকল্পে গতি কমেছে। এ কারণেই প্রকল্প সংশ্লিষ্ট বৈদেশিক ঋণ ছাড়ে ধীরতা দেখা যাচ্ছে।

তিনি বলেন, “মার্চ ২০২৫ শেষে চলতি হিসাবে ঘাটতি কমে দাঁড়িয়েছে মাত্র ০ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলারে। আমরা আশাবাদী, চলতি অর্থবছরের জুন নাগাদ আরও ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বাজেট সহায়তা আসবে।”

উপদেষ্টা আরও জানান, আগামী অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬২ শতাংশ। এ ঘাটতি পূরণে সরকার নির্ভর করবে বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্র বিক্রির ওপর।

এই বাজেটটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট, যা এমন এক সময়ে ঘোষিত হচ্ছে যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ, চলতি হিসাব এবং অভ্যন্তরীণ রাজস্ব প্রবাহের চ্যালেঞ্জ নিয়ে সরকারকে এগোতে হচ্ছে।

এছাড়া, ইতিহাসের প্রসঙ্গ টেনে অর্থ উপদেষ্টা বলেন, ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও বাজেট ঘোষণা করেছিলেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। তবে তখন তা সম্প্রচার হতো টেলিভিশন ও বেতারে।

বর্তমান পরিস্থিতিতে সরকার আস্থা রেখেছে বৈদেশিক উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি রক্ষার ওপর এবং আশা করছে নির্ধারিত বাজেট সহায়তা নির্ধারিত সময়েই ছাড় হবে।

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১