ছবি সংগৃহীত
পর্তুগালের আলমাদায় দুর্বৃত্তের গুলিতে মাহবুব আলম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক।
দেশটির স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে লিসবনের পার্শ্ববর্তী শহর আলমাদার একটি এলাকায় ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। নিহত মাহবুব আলমের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা ইউনিয়নে। পর্তুগালে তিনি স্ত্রী-সন্তানসহ বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে একটি মুদি দোকানের মালিক ছিলেন।
পর্তুগালের পুলিশ জানায়, নিহতের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি ঘিরে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং দুজন সন্দেহভাজনের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে পুলিশ। তাদের গ্রেপ্তারে চলছে অভিযান। হত্যার পেছনে পারিবারিক, ব্যবসায়িক কিংবা ঘৃণামূলক কোনো উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
মাহবুব আলমের অকাল মৃত্যুতে পর্তুগালের বাংলাদেশি কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। সহকর্মী, পরিচিতজন ও কমিউনিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তিনি ছিলেন একজন পরিশ্রমী ও পরিবারনির্ভরশীল মানুষ।
প্রবাসী নেতাদের অনেকেই জানিয়েছেন, সম্প্রতি পর্তুগালের বিভিন্ন স্থানে অভিবাসীদের ওপর শারীরিক হামলা ও ঘৃণামূলক অপরাধের ঘটনা বাড়ছে। ১০ জুন, পর্তুগালের একটি থিয়েটারে এক অভিনেতাকে উগ্রপন্থিদের দ্বারা হেনস্তার শিকার হতে হয়। এর আগে আরও কয়েকটি শহরে আফ্রিকান, এশিয়ান অভিবাসীদের ওপর দাঙ্গা ও নিপীড়নের অভিযোগ উঠেছে।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও স্থানীয় বাংলাদেশিরা দাবি করছেন, নিহতের মরদেহ দেশে পাঠানো ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসকে সক্রিয় হতে হবে।
এ ঘটনায় শুধু একজন প্রবাসীর প্রাণ যায়নি— প্রশ্ন উঠেছে, পর্তুগালে বসবাসকারী বাংলাদেশি ও অভিবাসীদের নিরাপত্তা নিয়েও।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News