ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 11:50 PM, 22 June 2025.
Digital Solutions Ltd

নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের অবরোধ, বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

Publish : 11:50 PM, 22 June 2025.
নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের অবরোধ, বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

রাজধানীর নতুনবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই অবরোধের ফলে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা দুই প্রধান দাবিতে এই কর্মসূচি নিয়েছেন। তাদের দাবি, উপাচার্য ও এক বিভাগীয় প্রধানের পদত্যাগের সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যতা দূর করে দ্রুত স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালুরও দাবি রয়েছে।

ইউআইইউ শিক্ষার্থী মুস্তাসিম ফুয়াদ জানান, "বিশ্ববিদ্যালয়ের অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণ বন্ধে প্রশাসনিক পদক্ষেপ দাবি করছি। শিক্ষার্থীদের মত প্রকাশের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।"

গত ২৬ ও ২৭ এপ্রিল ক্যাম্পাসে শিক্ষার্থীদের অসন্তোষের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১১ কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের একাংশ তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতার দাবি তুলেছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের যৌক্তিক ১৩ দফা দাবি দীর্ঘদিন অবহেলা করা হয়েছে। আন্দোলন দমন করতে বহিষ্কার ও তদন্তের ভয় দেখানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের দেওয়া খোলা চিঠিতে জানানো হয়, যারা ২৬ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাড়তে চান, তাদের ভর্তি বাতিল করে টিউশন ফি ফেরত দেয়া হবে। তবে অভিযোগপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয় না ছাড়লে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, "শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ প্রত্যাহার ও প্রশাসনিক স্বচ্ছতার দাবিতে অবস্থান নিয়েছেন।"

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, তারা বিশ্ববিদ্যালয় দ্রুত সচল করতে ট্রাস্টি বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।

ইউআইইউ বাংলাদেশের একটি শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা ২০০৩ সালে প্রতিষ্ঠিত। এটি বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসায় শিক্ষা, সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করে থাকে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১