ছবি সংগৃহীত
উপবৃত্তির টাকা দেওয়ার নাম করে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে মোবাইল আর্থিক লেনদেন (এমএফএস) অ্যাকাউন্টের পিন ও ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চেয়ে প্রতারণার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। এই প্রতারণা ঠেকাতে এবং সচেতনতা বাড়াতে সতর্কতা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
ট্রাস্টের স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হক জানান, বর্তমানে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর ২০২৪ এবং জানুয়ারি-জুন ২০২৫ সময়কালের উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম চলছে। এই অর্থ সরাসরি শিক্ষার্থীদের বিকাশ বা নগদের মতো মোবাইল অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে।
তবে এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারকরা বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের ফোন করে নিজেদের ট্রাস্টের প্রতিনিধি পরিচয় দিয়ে অ্যাকাউন্ট নম্বর, পিন ও ওটিপি জানতে চাইছে। অথচ এসব তথ্য কারও সঙ্গে শেয়ার করা মানেই বড় ধরনের আর্থিক ঝুঁকি।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “উপবৃত্তির টাকা পাঠাতে ট্রাস্ট কখনোই ফোন করে কোনো ব্যক্তিগত তথ্য, যেমন পিন বা ওটিপি, জানতে চায় না। কেউ যদি এমন তথ্য চায়, তাহলে বুঝতে হবে এটি একটি প্রতারণা। এই ধরনের ফোন কল বা মেসেজ আসলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নম্বর সংরক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে।”
ট্রাস্ট জানায়, প্রতারকদের এমন অপতৎপরতা ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় ধরা পড়েছে। অনেক ক্ষেত্রে অভিভাবকরা ভুল করে তথ্য দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন।
এ অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, কেউ যেন ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্য, বিশেষ করে পিন ও ওটিপি, কারো সঙ্গে—বিশেষ করে অপরিচিত কারো সঙ্গে—শেয়ার না করেন।
প্রতারণা সংক্রান্ত যেকোনো সন্দেহজনক বার্তা বা ফোন ট্রাস্টের হটলাইন ০২-৫৫০০২০৯৩ নম্বরে বা ই-মেইলে hsp@pmeat.gov.bd ঠিকানায় দ্রুত জানাতে অনুরোধ জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে আর্থিক নিরাপত্তা বজায় রাখতে সাধারণ মানুষের সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News