ছবি সংগৃহীত
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বুধবার (২৬ জুন) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। সাধারণ, মাদ্রাসা ও কারিগরি—তিনটি ধারাতেই এবার মোট পরীক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জনে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন ১০ লাখ ৫৫ হাজার ৮৭১ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৯ হাজার ১৫৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
তবে পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজারের বেশি। গত তিন বছরের তুলনায় এবার পরীক্ষার্থী সংখ্যা সর্বনিম্ন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে এবার মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্বিঘ্ন ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে এবারও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে প্রশাসন। কেন্দ্রসমূহে রয়েছে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, নিষেধাজ্ঞা রয়েছে মোবাইল ফোন ব্যবহারের ওপরও।
এদিকে, চলমান পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কোচিং সেন্টার বন্ধে স্থানীয় প্রশাসন ও শিক্ষা অফিসগুলোকে কড়াভাবে তদারকি করতে বলা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষাগুলো চলবে নির্ধারিত সময় অনুযায়ী।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৬০ দিনের মধ্যেই।
এবারের পরীক্ষায় নিয়মিত, অনিয়মিত, গ্রেড উন্নয়ন এবং বিশেষ পরীক্ষার্থীরাও অংশ নিচ্ছেন। শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও প্রস্তুতির সুবিধার্থে বোর্ডগুলোর ওয়েবসাইটে পরীক্ষার রুটিন, নমুনা প্রশ্নসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
পরিশেষে, সারাদেশে লক্ষাধিক পরীক্ষার্থী জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে আজ পা রাখলো। তাদের সাফল্যের জন্য সার্চ বিডি নিউজ পরিবারের পক্ষ থেকে রইল শুভকামনা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News