ছবি সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে টানা তৃতীয় দিনের মতো চলছে অবরোধ ও শাটডাউন কর্মসূচি। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শনিবার (২৮ জুন) সকাল থেকেই এনবিআরের সব গেট বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে অফিসে প্রবেশ কিংবা বের হওয়া দুই-ই বন্ধ হয়ে পড়ে। সকালের কিছু সময় স্বল্পসংখ্যক কর্মকর্তা প্রবেশ করলেও বেলা ১১টার পর থেকে পুরো এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকাসহ নেতৃবৃন্দ সকাল থেকেই প্রধান ফটকের সামনে অবস্থান করছেন।
তাদের দাবি— এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ ছাড়া কোনো আলোচনায় তারা রাজি নন।
তারা বলেন,
“আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দিয়ে সরকারের উচিত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা। আমরা দেশের স্বার্থে, রাজস্ব ব্যবস্থার সম্মান রক্ষায় আন্দোলনে নেমেছি।”
আন্দোলনকারীদের অভিযোগ, গত ২৬ জুন অর্থ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে ঐ সভা থেকে ‘শাটডাউন কর্মসূচি প্রত্যাহার’ সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে শুক্রবার এক সংবাদ বিবৃতিতে পরিষদের পক্ষ থেকে জানানো হয়,
“আমরা ঐ সভায় ছিলাম না, আমন্ত্রণও পাইনি। কাজেই ২৮ জুন থেকে যে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর ঘোষণা দেওয়া হয়েছে, তা অব্যাহত থাকবে।”
এছাড়া দাবি জানানো হয়েছে, রাজস্ব সংস্কার ও এনবিআরের গঠনতন্ত্র সংশোধন বিষয়ে সরাসরি অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার সুযোগ দেওয়া হোক।
পরিষদের ঘোষণা অনুযায়ী, ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব অফিসে লাগাতার শাটডাউন চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা— যেমন বিমানবন্দর ও সীমান্তবর্তী কার্যক্রম— এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
ঢাকাসহ সারাদেশের জেলা পর্যায়ের কর্মকর্তারাও আজ শনিবার এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নিচ্ছেন।
সরকার গত ১২ মে এক অধ্যাদেশের মাধ্যমে এনবিআরকে দুই ভাগে বিভাজনের উদ্যোগ নেয়। এর বিরুদ্ধে ২১ জুন থেকে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।
পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, এনবিআর বিলুপ্ত নয়— বরং ‘স্বাধীন ও বিশেষায়িত’ বিভাগে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
এই ব্যাখ্যায় অনেক কর্মকর্তা আন্দোলন স্থগিত করলেও সংস্কার ঐক্য পরিষদ তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়, বিশেষ করে চেয়ারম্যানের অপসারণ ও কর্মকর্তাদের মতামতের অনুপস্থিতি নিয়ে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News