ছবি সংগৃহীত
মানবিক সহানুভূতির জয় হলো শেষ পর্যন্ত। পরীক্ষায় অংশ নিচ্ছেন সেই এইচএসসি পরীক্ষার্থী আনিসা, যিনি মায়ের অসুস্থতার কারণে প্রথম দিনে কেন্দ্রে পৌঁছেও অংশ নিতে পারেননি।
ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী আনিসা আজ রোববার (২৯ জুন) অংশ নিয়েছেন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায়।
তার কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যক্ষ জানান, ‘‘আমাদের সবচেয়ে সিনিয়র শিক্ষক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠানো হয়েছিল। তিনি গিয়ে খোঁজ নেন। তখন তার মা ঘুমিয়ে ছিলেন। পরে জানা গেছে, তিনি এখন অনেকটা সুস্থ।’’
তিনি আরও বলেন, ‘‘আনিসার দাবি অনুযায়ী, তার মাকে সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। তবে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এখনো কোনো লিখিত প্রমাণ বা কাগজপত্র জমা পড়েনি। তারপরও বিষয়টি আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছি।’’
ঘটনার পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয় আনিসার বিষয়ে মানবিক নির্দেশনা দেয়ার পর তাকে দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৬ জুন শুরু হয়েছে ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। সেদিনই ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা।
আনিসার কেন্দ্র ছিল মিরপুরের সরকারি বাংলা কলেজ। কিন্তু দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে পৌঁছালে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।
নিয়ম অনুযায়ী, পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হয় না।
কেন্দ্রে ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়া আনিসার একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওটি দেখে অনেকেই আবেগাপ্লুত হন, কেউ কেউ তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কলেজ অধ্যক্ষ আরও জানান, “আনিসা মানবিক বিভাগের শিক্ষার্থী। টেস্ট পরীক্ষায় দুই বিষয়ে ফেল করেছিল। তবে এসএসসি পাস করেছে আমাদের কলেজ থেকেই। নিয়ম অনুযায়ী তাকে মূল পরীক্ষায় অংশ নিতে বাধা ছিল না।”
আজ রোববার শুধু আনিসা নয়, সারা দেশে এইচএসসি ও সমমানের তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সাধারণ ৯টি বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে আরবি সাহিত্য এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে।
বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।
মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা একই সময়ে এবং কারিগরি বোর্ডের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এইচএসসি পরীক্ষার শুরুর দিনেই ঘটে যাওয়া আনিসার এই ঘটনাটি সামাজিকভাবে একটি মানবিক আলোড়ন তোলে।
এখন তার পরীক্ষায় অংশগ্রহণ প্রমাণ করে—সহানুভূতি, সংবেদনশীলতা ও প্রশাসনিক সদিচ্ছা মিললে অনেক সমস্যার সমাধান সম্ভব।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News