ছবি সংগৃহীত
টেকসই শিল্পায়ন ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পথে বড় এক পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ। এবার ফেনীর সোনাগাজীতে প্রথমবারের মতো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বেজা ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (২৯ জুন) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
এই চুক্তির আওতায় ফেনীর জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১০০ থেকে ২০০ মেগাওয়াট ক্ষমতার গ্রাউন্ড-মাউন্টেড সৌর ফটোভোল্টেইক (PV) ও ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) সমন্বিত একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এটি হবে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প, যা পিপিপি কাঠামোয় পরিচালিত হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য স্বাক্ষরিত হয়েছে একটি ট্রান্সসেকশন অ্যাডভাইজরি সার্ভিসেস অ্যাগ্রিমেন্ট (TASA)।
বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “এই প্রকল্পটি বেজার জন্য একটি মাইলফলক। এটি শুধু নবায়নযোগ্য জ্বালানির পথই খুলে দেবে না, বরং সরকারের ঘোষিত ‘জিরো নেট কার্বন এমিশন’ লক্ষ্যে পৌঁছাতেও সহায়ক হবে।”
তিনি জানান, এডিবিকে টেকনিক্যাল সহযোগিতার পাশাপাশি দেশের ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে প্রকল্পটি তুলে ধরার জন্য অনুরোধ জানানো হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
ADB’র কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, “বাংলাদেশে এই প্রকল্প একটি নতুন মানদণ্ড তৈরি করবে। এতে প্রথমবারের মতো ব্যাটারি স্টোরেজ সিস্টেম সংযুক্ত থাকবে, যা বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আধুনিক এবং স্থিতিশীল করবে।”
তিনি আরও বলেন, এটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ তৈরিতে সহায়ক হবে এবং দেশের টেকসই অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
এই প্রকল্পটি বাস্তবায়িত হবে সাম্প্রতিক সময়ে ঘোষিত ‘নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫’ এর আলোকে। সরকারের লক্ষ্য—নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং পরিবেশবান্ধব শিল্পোন্নয়ন নিশ্চিত করা।
সৌরবিদ্যুৎ প্রকল্পটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, বরং এটি দেশের টেকসই উন্নয়ন, কার্বন নির্গমন হ্রাস এবং আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব অর্থনৈতিক অঞ্চল গঠনের এক সাহসী পদক্ষেপ। সফল বাস্তবায়নের মাধ্যমে এই প্রকল্প ভবিষ্যতে আরও বৃহৎ সবুজ উদ্যোগের ভিত্তি হতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News