ঢাকা, ২০ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 08:07 AM, 14 July 2025.
Digital Solutions Ltd

“২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই : মির্জা ফখরুল”

Publish : 08:07 AM, 14 July 2025.
“২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই : মির্জা ফখরুল”

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এ সময়সীমা আমাদের নেতৃত্ব থেকে নির্ধারিত হয়েছে এবং তাতে কোনো ব্যতিক্রম হবে না।”

সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থানরত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এই সময়সীমা নির্ধারণ করেছেন। সেই বৈঠকের পর থেকেই সরকারপক্ষের ‘মাথা বিগড়ে গেছে।’ কারণ, তারা জানে এবার আর জনগণ সহজে মেনে নেবে না।”

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না জানিয়ে ফখরুল বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আন্দোলন করছি এবং করবো। তারেক রহমানের নির্দেশনায় আমরা একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে অগ্রসর হচ্ছি।”

সমাবেশে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি অনুরোধ করব—ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন। কেউ যেন এমন কোনো কাজ না করেন যা আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে। গণতন্ত্রের শত্রুরা সুযোগের অপেক্ষায় আছে। তাদের সুযোগ দেওয়া যাবে না।”

তারেক রহমান ও বিএনপিকে নিয়ে ‘অশ্লীল ভাষায়’ সমালোচনাকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “আমি ধিক্কার জানাই তাদের, যারা রাজনৈতিক ভিন্নমতের কারণে তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় কথা বলেন। আমরা পাল্টা অশ্লীলতা চাই না। আমাদের নেতাকে ছোট করে তারা নিজেরাই ছোট হয়ে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একসাথে, কৌশলগতভাবে সামনে এগোতে হবে। দেশ ও জনগণের স্বার্থে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।”

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম এক বিষয়ে পরীক্ষা, ফলাফলে দুই বিষয়ে ফেল শিরোনাম বক্তব্যরত অবস্থায় মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির শিরোনাম ইরানে ধর্ষণের দায়ে তিন জনেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর শিরোনাম “ছেলের হত্যার বিচার এখনও পাইনি” — আবরার ফাহাদের বাবার দাবি শিরোনাম গোপালগঞ্জ আলাদা করার কোনো পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব শিরোনাম নতুন কোনো গডফাদার আসতে দেব না: কক্সবাজারে নাহিদ ইসলাম