ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এবং তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন বিপুল পরিমাণ লেনদেনের অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় উল্লেখ করা হয়েছে, তাদের অর্জিত সম্পদ এবং ব্যাংক লেনদেনের উৎস জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও সন্দেহজনক।
মঙ্গলবার (১৫ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে এই মামলা দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক পিয়াম পাল ও মনিরুল ইসলাম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মামলার এজাহারে বলা হয়, শামীম ওসমান সংসদ সদস্য থাকা অবস্থায় তার ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে তার নামে বিভিন্ন ব্যাংকে ৯টি হিসাব থেকে মোট ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৫৮০ টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধেও প্রায় ৩ কোটি ৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার ব্যাংক হিসাবে থাকা ২৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার টাকারও বেশি লেনদেন সন্দেহজনক বলে চিহ্নিত করেছে কমিশন।
এ ছাড়া তাদের সন্তান ইমতিনান ওসমান ও লাবীবা জোহাকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুদক। তাদের বিরুদ্ধেও অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ার পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় নোটিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মামলায় অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই মামলাগুলো দেশের রাজনীতিতে এবং দুর্নীতি দমন প্রক্রিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, দুর্নীতিবিরোধী অভিযানকে কার্যকর করতে হলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধেও আইনসম্মত ব্যবস্থা গ্রহণ জরুরি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News