ঢাকা, ২০ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 06:02 AM, 19 July 2025.
Digital Solutions Ltd

“সারা দেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন”—সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস

Publish : 06:02 AM, 19 July 2025.
“সারা দেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন”—সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

“আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব”—গোপালগঞ্জে হামলার শিকার হওয়ার পর এমন হুঁশিয়ারিমূলক স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়ালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ বুধবার বিকেল ৩টা ২০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন,

“গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে।”

তিনি আরও লেখেন,

“সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনার আজকেই শেষ দিন।”

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে আয়োজন করা হয়েছিল সমাবেশ ও পথসভার। কিন্তু অনুষ্ঠান শেষে দলটির কেন্দ্রীয় নেতারা শহর ত্যাগ করার সময়, লঞ্চঘাট এলাকায় তাদের গাড়িবহরের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল পৌনে ৩টার দিকে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা সড়ক অবরোধ করে নেতাকর্মীদের গাড়িতে ইট-পাটকেল ছুড়ে। এতে অন্তত কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমদিকে নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ ওঠে। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তে দেখা যায়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে, একপর্যায়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সরিয়ে নিতে বাধ্য হয় নিরাপত্তা বাহিনী।

সারজিস আলমের স্ট্যাটাসের পরপরই সেটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এনসিপির কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্তব্য করেন। অন্যদিকে কিছু পর্যবেক্ষক এই ধরণের বক্তব্যকে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়ার শামিল বলেও অভিহিত করেছেন।

এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন পর্যন্ত ঘটনার আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও সারজিসের স্ট্যাটাসে ‘নতুন বাংলাদেশের লড়াই’ ও ‘মুজিববাদ বিরোধিতা’ স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে, যা দলটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানেরই প্রতিফলন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গোপালগঞ্জ শহরে থেমে থেমে সংঘর্ষ চলমান রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম এক বিষয়ে পরীক্ষা, ফলাফলে দুই বিষয়ে ফেল শিরোনাম বক্তব্যরত অবস্থায় মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির শিরোনাম ইরানে ধর্ষণের দায়ে তিন জনেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর শিরোনাম “ছেলের হত্যার বিচার এখনও পাইনি” — আবরার ফাহাদের বাবার দাবি শিরোনাম গোপালগঞ্জ আলাদা করার কোনো পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব শিরোনাম নতুন কোনো গডফাদার আসতে দেব না: কক্সবাজারে নাহিদ ইসলাম