ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া কোনো বিকল্প নেই।”
বুধবার (১৬ জুলাই) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী দোসররা গণআন্দোলনের জোয়ার দেখে আতঙ্কিত হয়ে দেশে অরাজকতার ছক আঁকছে। আজকের গোপালগঞ্জে বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ সেই অপতৎপরতার বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শাসকের পতনের পর আবারও দেশ অস্থিতিশীল করতে দুষ্কৃতকারীরা নৈরাজ্যের পথ ধরেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”
মির্জা ফখরুল দুষ্কৃতকারী হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।
গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় বুধবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার সময় ককটেল বিস্ফোরণ ঘটে। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
রাজনৈতিক অঙ্গনে এ সহিংসতায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিকেল ৪টার দিকে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়। এনসিপি নেতারা সমাবেশ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News