ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বিকেল ৪টায় ঢাকা মহানগরের সব থানার সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে।
বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ১৫-২০ জন পুলিশ ও সাংবাদিকসহ আহত হওয়ার ঘটনায় এনসিপি এই কর্মসূচি গ্রহণ করেছে।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি জানাতে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। তারা আরো বলেন, ‘গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতার জন্য প্রশাসন দায়ী।’
গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে তাদের গাড়িবহরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এতে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। হামলার পর সন্ধ্যা ৬টা থেকে ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়। আজও শহরজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
ফলে, ঢাকা শহরে আজ বিকেলে থানাগুলোর সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের ক্ষোভ ও আন্দোলনের ডাক জানাবে।
এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারের প্রতি চাপ সৃষ্টি করবে যাতে দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং রাজনৈতিক সহিংসতার অবসান ঘটে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News