ঢাকা, ১৯ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 12:03 AM, 19 July 2025.
Digital Solutions Ltd

ধানমন্ডির ব্যস্ত রাস্তায় চাপাতি হাতে ছিনতাই: পুলিশের সামনেই হেঁটে গেল দুর্বৃত্ত!

Publish : 12:03 AM, 19 July 2025.
ধানমন্ডির ব্যস্ত রাস্তায় চাপাতি হাতে ছিনতাই: পুলিশের সামনেই হেঁটে গেল দুর্বৃত্ত!

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

রাজধানীর ধানমন্ডির ব্যস্ত রাস্তা, পাশে স্কুল, সামনে ট্রাফিক পুলিশ, রাত গভীর—এরই মধ্যে এক যুবকের হাত থেকে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেয় এক দুর্বৃত্ত। অবাক করার মতো বিষয় হলো, ব্যাগ ছিনিয়ে নিয়ে সেই ছিনতাইকারী দিব্যি চলে যায় পুলিশের সামনের দিয়েই। আশপাশে থাকা পথচারীরাও ছিলেন নির্বিকার। এমন এক দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে—যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১২টার কিছু পরে। ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক যুবককে হুমকি দিচ্ছেন কালো প্যান্ট পরা এক ছিনতাইকারী। তার হাতে ছিল একটি বড় চাপাতি। একপর্যায়ে ভীত-সন্ত্রস্ত যুবকের কাছ থেকে ব্যাগটি কেড়ে নিয়ে রাস্তা পার হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে চলে যায় ছিনতাইকারী।

চাঞ্চল্যকর এই ঘটনার সময় রাস্তার উল্টো পাশে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। তবুও কারো পক্ষ থেকে কোনো ধরনের প্রতিরোধের চেষ্টা দেখা যায়নি। ছিনতাইকারীকে নির্দ্বিধায় পুলিশের সামনে দিয়েই চলে যেতে দেখা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে, রাসেল স্কয়ার মোড়ের দিকেই। এলাকাটি রাতে তুলনামূলকভাবে জনাকীর্ণ থাকে কারণ এখান থেকে অনেক নৈশকোচ বিভিন্ন জেলায় যাত্রা শুরু করে। ফলে ট্রাক ও বাসের চাপ থাকে প্রবল।

ঘটনার পরপরই বিষয়টি নজরে আসে পুলিশের। ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, “ঘটনার পর পুলিশ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে পাওয়া যায়নি—না ভুক্তভোগী, না ছিনতাইকারী।”

তিনি বলেন, “এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। তবে ভিডিও ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীকে শনাক্তের কাজ চলছে। দ্রুত তাকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, “রাত ১২টার পর রাসেল স্কয়ার এলাকায় ট্রাফিকের চাপ অনেক বেশি থাকে। তখন ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। হয়তো সেজন্যই তারা ছিনতাইকারীর চাপাতি নিয়ে হাঁটাহাঁটি খেয়াল করেননি।”

তবে সাধারণ মানুষ এবং পথচারীদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে। এমন ঘটনার সময় উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি, এমনকি ভিডিও ধারণ করা ছাড়া কোনো প্রতিরোধ গড়ে তোলা হয়নি।

এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রকাশ্যে, চাপাতি হাতে এমন দুঃসাহসিক ছিনতাই ও পুলিশের নীরব উপস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তোলে।

 

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বক্তব্যরত অবস্থায় মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির শিরোনাম ইরানে ধর্ষণের দায়ে তিন জনেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর শিরোনাম “ছেলের হত্যার বিচার এখনও পাইনি” — আবরার ফাহাদের বাবার দাবি শিরোনাম গোপালগঞ্জ আলাদা করার কোনো পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব শিরোনাম নতুন কোনো গডফাদার আসতে দেব না: কক্সবাজারে নাহিদ ইসলাম শিরোনাম কুষ্টিয়ায় বাবার হাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু