ছবি সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি ইসলামের আধ্যাত্মিক কেন্দ্রস্থল ছারছীনা দরবার শরীফে সফর করে আন্তরিকতা, শ্রদ্ধা ও বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তিনি দরবার শরীফে পৌঁছান এবং ছারছীনার পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
দরবার শরীফে পৌঁছানোর পর রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। সাক্ষাৎকালে দরবার শরীফের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ইসলামের প্রচার, শিক্ষা ও মানবসেবায় দরবারের ঐতিহ্যবাহী অবদান সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। আলোচনায় দুই দেশের ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্প্রীতি নিয়েও সংক্ষিপ্ত মতবিনিময় হয়।
এই সময় আরও উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ,
বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. সাইয়্যেদ মুহা. শরাফত আলী,
দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমীন আফসারী,
জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মাহমুদুম মুনীর হামীম,
হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মো. আলী আকবার,
নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ,
ও নেছারাবাদ থানার ওসি বনি আমিনসহ অন্যান্য প্রশাসনিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত মরহুম পীর সাহেবদের মাজার জিয়ারত করেন এবং ছারছীনা দরবার শরীফের ঐতিহাসিক জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজের পর দরবার শরীফের পক্ষ থেকে রাষ্ট্রদূত মহোদয়কে একটি সম্মাননা ক্রেস্ট ও মানপত্র উপহার প্রদান করা হয়।
রাষ্ট্রদূত সাইদানি নামাজ-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন—
“আজ আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এই পবিত্র দরবার শরীফে এসে। ইসলামের শিক্ষা, সহনশীলতা ও মানবকল্যাণে এ প্রতিষ্ঠানের অবদান অনন্য। এখানে না আসলে আমি তা কখনো জানতে পারতাম না।”
দরবার শরীফের পক্ষ থেকে আয়োজিত মীলাদ শরীফ ও বিশেষ মুনাজাতের মাধ্যমে এই অনুষ্ঠানিকতা শেষ হয়। উপস্থিত মুসল্লি ও স্থানীয়দের মধ্যে এই সফর ঘিরে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
এই সফর শুধু একটি কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দ্বিপাক্ষিক আধ্যাত্মিক সম্পর্কেরও এক শক্তিশালী বহিঃপ্রকাশ। ইসলামী ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ দুই দেশের বন্ধনকে আরও সুদৃঢ় করবে—এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News