ঢাকা, ১৯ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 12:37 AM, 19 July 2025.
Digital Solutions Ltd

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ঐতিহাসিক জাতীয় সমাবেশ শুরু

Publish : 12:37 AM, 19 July 2025.
সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ঐতিহাসিক জাতীয় সমাবেশ শুরু

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো জাতীয় সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সমাবেশের প্রথম পর্বের শুভ সূচনা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাংস্কৃতিক পরিবেশনা পরিচালনা করেছেন সাইমুম শিল্পী গোষ্ঠী। পাশাপাশি নহদনগর ও বিভাগীয় পর্যায়ের শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জাতীয় সমাবেশের মূল আকর্ষণ ছিল সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে হাজার হাজার জামায়াত নেতাকর্মীর ব্যাপক সমাগম। সমাবেশ শুরুর অনেক আগেই সোহরাওয়ার্দী উদ্যান নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় পূর্ণ হয়ে যায়। উদ্যানের বাইরে বিভিন্ন প্রবেশপথে ও আশপাশে হাজার হাজার কর্মী অবস্থান করে সমাবেশে প্রবেশের অপেক্ষায় ছিলেন।

দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে জামায়াতের নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করেন। তাদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট ও পাঞ্জাবি ছিল। এতে গোটা সমাবেশ মাঠ ও আশপাশে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে আসা জামায়াত কর্মী সোহেল হাসান জানান, “আমাদের উপজেলা থেকে ৪০টি বাসে করে প্রায় ৩০ হাজার মানুষ এখানে এসেছে।” সিরাজগঞ্জ থেকে আসা কর্মী এরশাদ আলী জানান, “বাস ও ট্রেনে করে ৩০-৪০ হাজার নেতাকর্মী আমরা এখানে এসেছি। অনেকেই রাত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন।”

জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক। তারা ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছেন। হাইকোর্ট এলাকা, মৎস্য ভবন, শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় স্বেচ্ছাসেবকরা এক ধরনের ড্রেস পড়ে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। জেলা থেকে আগত নেতাকর্মীদের গেট নির্দেশনা ও সহায়তা দিচ্ছেন।

জামায়াতের সাত দফা দাবির মধ্যে রয়েছে—

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণ,

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,

সব গণহত্যার বিচার নিশ্চিত করা,

প্রয়োজনীয় মৌলিক সংস্কার করা,

‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন,

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন,

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন,

এক কোটি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করার এই উদ্যোগ দলটির জন্য বড় একটি রাজনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বক্তব্যরত অবস্থায় মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির শিরোনাম ইরানে ধর্ষণের দায়ে তিন জনেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর শিরোনাম “ছেলের হত্যার বিচার এখনও পাইনি” — আবরার ফাহাদের বাবার দাবি শিরোনাম গোপালগঞ্জ আলাদা করার কোনো পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব শিরোনাম নতুন কোনো গডফাদার আসতে দেব না: কক্সবাজারে নাহিদ ইসলাম শিরোনাম কুষ্টিয়ায় বাবার হাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু