ছবি সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি– এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, প্রাণহানি ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে টানা কারফিউর মাঝখানে কিছুটা স্বস্তির খবরে ফিরেছে জনজীবনের কিছু গতি। শুক্রবার (১৮ জুলাই) মধ্যরাতে জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়— শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ শিথিল করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, এই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কেনাকাটা ও ওষুধ সংগ্রহসহ জরুরি কার্যক্রমের সুযোগ পাবেন সাধারণ মানুষ। তবে সন্ধ্যার পর আবারও কারফিউ কার্যকর হবে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী নির্দেশনা জারি করা হবে।
এর আগে, ১৬ জুলাই এনসিপির ডাকা পদযাত্রাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন প্রান্তে সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে— নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলের উপর হামলা চালায়। সারাদিন ধরে চলা এই হামলা ও সংঘর্ষে প্রাণ হারান অন্তত কয়েকজন। বেশ কয়েকজন আহত হয় এবং অনেককেই আটক করে নিরাপত্তা বাহিনী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথম দফায় ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর দ্বিতীয় দফায় ১৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১৮ জুলাই দুপুর ১১টা পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। তারপর তিন ঘণ্টার বিরতির পর আবারও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ চালু ছিল।
সবশেষ শুক্রবার রাত ৮টা থেকে তৃতীয় দফার কারফিউ শুরু হয়, যা শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর ছিল। এরপরই ঘোষণা আসে এই ১৪ ঘণ্টার শিথিলতার।
এদিকে শহরের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে। দোকানপাট, যানবাহন ও জনসমাগম ছিল সীমিত। যদিও স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক কাটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, সহিংসতার সময় বেশ কিছু দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের দাবি— সরকার পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে বিরোধী কণ্ঠ দমন করছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে— যেকোনো ধরণের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। পাশাপাশি জনস্বার্থে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত থাকবে।
গোপালগঞ্জবাসী এখন তাকিয়ে আছে পরিস্থিতির পরবর্তী বাঁকের দিকে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News