ছবি সংগৃহীত
রাজধানীর সড়কজুড়ে আজ শনিবার সকাল থেকেই দৃশ্যপট ভিন্ন। হাজারো মানুষের ঢল, মুখরিত স্লোগান আর দাঁড়িপাল্লা প্রতীকের ছড়াছড়িতে উত্তাল হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা। সাত দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ।
ভোরের আলো ফোটার আগেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথ ও আশপাশের সড়কগুলোতে দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফজরের পর থেকেই ময়মনসিংহ, পাবনা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ দেশের নানা জেলা থেকে আসা হাজারো নেতাকর্মী দলে দলে পায়ে হেঁটে সমাবেশস্থলের দিকে যাত্রা শুরু করেন। অনেকেই এসেছেন বাস ও মাইক্রোবাসে করে, যারা রাজধানীর সংসদ ভবন এলাকায় পরিবহন রেখে সমাবেশে অংশ নিতে রওনা হয়েছেন।
প্রত্যেকের পরনে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত টি-শার্ট বা পাঞ্জাবি। কারো হাতে পোস্টার, কারো হাতে ব্যানার, আর গলায় গর্জে ওঠা শ্লোগানে ফুটে উঠছে দলটির আত্মবিশ্বাস— “ভোটের অধিকার ফিরিয়ে দাও, গণহত্যার বিচার করো, জুলাই সনদ বাস্তবায়ন করো!”
জামায়াতে ইসলামী জানিয়েছে, সমাবেশের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ২০ হাজার স্বেচ্ছাসেবক মাঠে দায়িত্ব পালন করছেন। হাইকোর্ট, শাহবাগ, মৎস্যভবন, রমনা, টিএসসি— আশপাশের প্রতিটি স্পটে একই পোশাকে, পরিচিত মুখভঙ্গিতে স্বেচ্ছাসেবকেরা আগতদের পথ দেখিয়ে দিচ্ছেন। জেলার ভিত্তিতে গেট বিভাজন করে প্রবেশাধিকার নিশ্চিত করা হচ্ছে।
সাধারণ কর্মীরা যেন পথ না হারান বা বিড়ম্বনায় না পড়েন, সেজন্য আগেই গঠন করা হয়েছে সমন্বয় কমিটি। ঢাকার বাইরের কর্মীদের সহায়তায় কাজ করছে বিশেষ টিম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই জাতীয় সমাবেশের মূল লক্ষ্য সাত দফা দাবির পক্ষে জনমত সৃষ্টি করা। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন।
স্বাধীনতার পর থেকে সংঘটিত সব গণহত্যার বিচার।
সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় মৌলিক সংস্কার।
‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন।
জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন।
সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন।
প্রবাসী এক কোটির বেশি ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা।
এই সাত দফার প্রতিটিকে সামনে রেখে বিভিন্ন ব্যানারে স্পষ্ট বার্তা দিচ্ছে দলটি— “সমাধানের পথ সংলাপ, সমাবেশ গণমানুষের অধিকার।”
এটি জামায়াতে ইসলামীর ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে জাতীয় পর্যায়ের জাতীয় সমাবেশ, যা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে নানা সময়ে যৌথভাবে বা আংশিক সমাবেশ আয়োজন করলেও এবারই প্রথম দলটি ঢাকার বুকে বৃহৎ পরিসরে নিজের শক্তি প্রকাশ করছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সমাবেশ শুধু জামায়াতের রাজনৈতিক পুনর্বাসনের প্রয়াস নয়, বরং আগামী সংসদ নির্বাচনের আগাম বার্তাও বহন করছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News