ঢাকা, ১৯ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 01:17 AM, 19 July 2025.
Digital Solutions Ltd

চার দিনের সংঘাতের পর সিরিয়া-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হল

Publish : 01:17 AM, 19 July 2025.
চার দিনের সংঘাতের পর সিরিয়া-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হল

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংঘাতের চার দিন পর অবশেষে সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত টম বারাক শুক্রবার এক্স সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশীর আহ্বানে সাড়া দিয়ে দুই দেশ যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

টম বারাক এক্স বার্তায় বলেন,

“আমাদের দ্রুজ, বেদুইন ও সুন্নিদের আহ্বান, যেন তারা অস্ত্র সমর্পণ করে এবং এক নতুন সিরিয়া গঠনের পথে এগিয়ে যায়।”

গত মঙ্গলবার সিরিয়ার সোয়েইদা এলাকায় এক পারিবারিক জমায়েতে হামলার ঘটনা ঘটে, যেখানে কমপক্ষে ১৩ জন নিহত হন। হামলাকারীরা ছিলো ‘হায়াত তাহরির আল শামস’ (এইচটিএস) নামক রাজনৈতিক জোটের সদস্য, যারা সুন্নি সম্প্রদায়ের কট্টরপন্থী।

পরদিন ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্ক ও সোয়েইদায় বিমান হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, দ্রুজ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যাওয়ায় তারা তাদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

সোয়েইদায় দ্রুজ, বেদুইন ও সুন্নিদের মধ্যে সংঘাতের শুরু প্রায় এক সপ্তাহ আগে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা সেনাবাহিনী মোতায়েন করলেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়। চার দিনের সংঘাতে মানবিক সংকট তৈরি হয়েছে— খাবার, পানি ও জ্বালানির চরম অভাব, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

সোয়েইদার বাসিন্দা মুদার বলেন,

“আমরা ভয়াবহ অবস্থার মুখোমুখি, চার দিন ধরে কোনো খাদ্য, পানি বা বিদ্যুৎ নেই।”

দ্রুজ ধর্মাবলম্বীরা ইসলামি শিয়া শাখার অন্তর্গত হলেও নিজেদের ‘আহলে তাওহিদ’ বলে পরিচয় দেন। তাদের ঐতিহাসিক প্রভাব মধ্যপ্রাচ্যে ব্যাপক। ধর্মীয় গুরুরা তাদের সংহতি ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছেন।

এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে সংঘাতের অবসানের। তবে আন্তর্জাতিক মহল এখনো সিরিয়ার মানবিক ও রাজনৈতিক সংকট সমাধানে গুরুত্বারোপ করছে।

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বক্তব্যরত অবস্থায় মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির শিরোনাম ইরানে ধর্ষণের দায়ে তিন জনেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর শিরোনাম “ছেলের হত্যার বিচার এখনও পাইনি” — আবরার ফাহাদের বাবার দাবি শিরোনাম গোপালগঞ্জ আলাদা করার কোনো পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব শিরোনাম নতুন কোনো গডফাদার আসতে দেব না: কক্সবাজারে নাহিদ ইসলাম শিরোনাম কুষ্টিয়ায় বাবার হাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু