ছবি সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জাতীয় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ সতর্কতা ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জননিরাপত্তা ও শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করতে ডিএমপি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সমাবেশস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে।
সকাল থেকে শাহবাগ, মৎস্য ভবন, বাংলা মোটর, দোয়েল চত্বর ও টিএসসি এলাকা সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সদস্যরা অবস্থান নেয়। সমাবেশস্থলে এবং আশপাশের এলাকায় সাদা পোশাকে এবং আনুষঙ্গিক ইউনিফর্মে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন,
“আমরা জামায়াতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা সতর্ক রয়েছেন।”
ডিএমপির ট্রাফিক বিভাগও যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থার মধ্যে রয়েছে। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী রুমানা নাসরিন জানান,
“বৃহৎ বাসগুলোকে সমাবেশস্থলের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, নেতাকর্মীরা পায়ে হেঁটে আসছেন। যানজট কমাতে প্রয়োজনীয় ডাইভারশন দেওয়া হয়েছে।”
অন্যদিকে, জামায়াতের নেতাকর্মীরাও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন। তারা সমাবেশে অংশগ্রহণকারীদের নিয়ম মেনে চলার জন্য উদ্বুদ্ধ করছেন।
দলের প্রধান সমাবেশ দুপুর ২টায় শুরু হবে। এতে দলীয় আমির ডা. শফিকুর রহমান এবং কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জাতীয় নির্বাচন সামনে রেখে এই সমাবেশ থেকে রাজনৈতিক নানা বার্তা আসার সম্ভাবনা রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News