ঢাকা, ২০ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 05:45 AM, 19 July 2025.
Digital Solutions Ltd

সংস্কারের নামে ফ্যাসিবাদের পুনর্বাসন চলছে

Publish : 05:45 AM, 19 July 2025.
সংস্কারের নামে ফ্যাসিবাদের পুনর্বাসন চলছে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

“সংস্কারের নামে ফ্যাসিবাদের পুনর্বাসন এখনও অব্যাহত রয়েছে”— এমন মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের যোদ্ধা ও তামিরুল মিল্লাত মাদরাসার শিক্ষার্থী জুনায়েদুর রহমান।

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই সমাবেশে বক্তৃতাকালে জুনায়েদ বলেন,

“জুলাই অভ্যুত্থানের শত শত শহীদের আত্মত্যাগের মাধ্যমে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি। কিন্তু সেই আত্মত্যাগের মর্যাদা এখনও প্রতিষ্ঠিত হয়নি। গত বছরের ১৮ জুলাই আমি উত্তরায় স্নাইপার বুলেটে বিদ্ধ হই। যারা নির্বিচারে হাজার হাজার মানুষকে শহীদ করেছে, তারা কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। সন্ত্রাসী কোনো গোষ্ঠী যেন রাজনীতিতে স্থান না পায়—এটাই আমাদের লক্ষ্য।”

তিনি অভিযোগ করেন, সংস্কারের নাম করে রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন চলছে। তার ভাষায়,

“ফ্যাসিবাদের শিকড় যতই গভীরে থাকুক, আমরা তা উপড়ে ফেলবোই। দমন-পীড়ন দিয়ে আন্দোলন থামানো যাবে না। লড়াই চলবে।”

নির্বাচন প্রসঙ্গে জুনায়েদ বলেন,

“আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, সকল দলের সমান সুযোগ থাকবে এবং পক্ষপাতিত্বের লেশমাত্র থাকবে না। একমাত্র তবেই সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।”

সমাবেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত

জুলাইসহ সব গণহত্যার বিচার

মৌলিক কাঠামোগত সংস্কার

‘জুলাই সনদ’ বাস্তবায়ন

শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসন

সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন

প্রবাসী এক কোটির বেশি ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ

স্বাধীনতার পর এই প্রথমবারের মতো দলটি এককভাবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করল। সমাবেশস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম এক বিষয়ে পরীক্ষা, ফলাফলে দুই বিষয়ে ফেল শিরোনাম বক্তব্যরত অবস্থায় মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির শিরোনাম ইরানে ধর্ষণের দায়ে তিন জনেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর শিরোনাম “ছেলের হত্যার বিচার এখনও পাইনি” — আবরার ফাহাদের বাবার দাবি শিরোনাম গোপালগঞ্জ আলাদা করার কোনো পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব শিরোনাম নতুন কোনো গডফাদার আসতে দেব না: কক্সবাজারে নাহিদ ইসলাম