ছবি সংগৃহীত
"নতুন করে আর কোনো গডফাদারকে বাংলার মাটিতে জন্মাতে দেব না"— এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন,
“শেখ হাসিনা একজন গডফাদার। তার অধীনে সারা দেশে ছোট ছোট গডফাদারদের রাজত্ব ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান করেছি। এখন আর নতুন করে কাউকে গডফাদার হতে দেব না। পরিবারতন্ত্র, মায়িয়াতন্ত্র, স্বৈরতন্ত্র— সবকিছুকে বাংলাদেশ থেকে বিদায় জানাতে হবে।”
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণের পক্ষে জনগণের বাংলাদেশ গড়তে এনসিপি কাজ করে যাচ্ছে।
“আমরা বলেছিলাম হিমালয় থেকে বঙ্গোপসাগর হবে বাংলাদেশের। আমরা সেই উত্তরাধিকার যারা সমুদ্রের সঙ্গে লড়াই করে টিকে আছি। সংগ্রাম আর সাহসিকতার আরেক নাম কক্সবাজার।”
নাহিদ বলেন,
“পর্যটনের নামে এখানে লুটপাট হয়েছে, চলছে। কিন্তু স্থানীয় মানুষের সঙ্গে নিয়ে পরিবেশবান্ধব কক্সবাজার গড়ে তুলতে হবে। যাতে কক্সবাজারবাসীর অধিকার নিশ্চিত হয়।”
রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন,
“আমাদের রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি আছে, কিন্তু এর মানে এই নয় যে, বাংলাদেশ চিরকাল তাদের দায়িত্ব নেবে। রোহিঙ্গা সংকটে কক্সবাজারের মানুষ বঞ্চিত হচ্ছে, নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।”
তিনি আরও বলেন,
“আমরা আন্তর্জাতিক সমাজ, বিশ্ব বিবেক এবং ড. ইউনূসের কাছে আহ্বান জানাই— দ্রুত রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবর্তনের উদ্যোগ নিন।”
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তারা সবাই জাতীয় নাগরিক পার্টির জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার ডাক দেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News