ছবি সংগৃহীত
গোপালগঞ্জকে আলাদা করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট করে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৯ জুলাই) কুমিল্লার বার্ডে ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন,
“গোপালগঞ্জের মানুষও বাংলাদেশের মানুষ। সবাই একই জাতি ও পরিচয়ের। এই সরকারের কোনো প্রকার ভেদাভেদ বা বৈষম্য করার মনোভাব নেই। আমরা সব মানুষের জন্য সমানভাবে সুবিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে শফিকুল আলম বলেন,
“দেশের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হলে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং আইনের আওতায় আনা হচ্ছে। ধর্ষণের মত গুরুতর অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার নিশ্চিত করতে আইন সংশোধন করা হয়েছে।”
গোপালগঞ্জে সাম্প্রতিক যে আইন নিজের হাতে তুলে নেয়ার ঘটনা ঘটেছে তার ব্যাপারে তিনি বলেন,
“যারা আইনকে নিজের হাতে নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখানে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হয়নি। সাংবাদিকরা চাইলে যে কোনো সময় ভিজিট করে বিষয়টি যাচাই করতে পারেন।”
এই অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, কণ্ঠশিল্পী আসিফ আকবর, সাংবাদিক ফারাবি হাফিজ ও হোটেল ব্যবসায়ী লুৎফর রহমান রিপন প্রমুখ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News