ছবি সংগৃহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ ছাত্র আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ জানিয়েছেন, ছয় বছর পার হলেও এখনও তার ছেলের হত্যার পূর্ণ বিচার হয়নি।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এই অভিযোগ করেন।
বরকত উল্লাহ বলেন,
“২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আমার ছেলে আবরার ফাহাদকে বুয়েট শেরেবাংলা হলে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়। তার অপরাধ ছিল দেশের পক্ষে কথা বলা—ভারতীয় আগ্রাসন ও অবৈধ চুক্তির বিরুদ্ধে ফেসবুকে তার অবস্থান প্রকাশ করা।”
তিনি আরও বলেন,
“আবরার বলেছিল, ভারত গোপন চুক্তিতে ফেনী নদীর পানি নিচ্ছে, আমরা ইলিশ পাচ্ছি না, অথচ আমাদের ইলিশ কম দামে ভারতে যাচ্ছে। এ কথার জন্যই তাকে হত্যা করা হয়েছে।”
বরকত উল্লাহ সরকারের ভূমিকা নিয়েও অভিযোগ করেন,
“শেখ হাসিনার সরকার সেসময় একতরফা নীতিতে বৈষম্য সৃষ্টি করেছিল। ছয় বছর পেরিয়ে গেলেও বিচার সম্পূর্ণ হয়নি। আমি ন্যায়বিচার চাই।”
তিনি বলেন,
“দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনো র্যাগিং চলে। অন্তর্বর্তী সরকার এসেছে, কিন্তু কেন এসব বন্ধ হচ্ছে না?”
এছাড়া তিনি অনুরোধ করেন,
“জুলাই-আগস্টে যেসব তরুণ শহীদ হয়েছে, তাদের তালিকা হয়েছে, কিন্তু যারা ছাত্রলীগের হাতে র্যাগিংয়ে মারা গেছে তাদের কোনো তালিকা নেই। তাদের জন্যও একটি রাষ্ট্রীয় তালিকা তৈরি হোক।”
বরকত উল্লাহর কন্ঠে বিরাজ করছিল দীর্ঘদিনের বেদনা ও আশা—
“আমার ছেলে নিজের দেশ ভালোবেসেছিল, এটাই তার অপরাধ। আমি দেশের বিবেকবান মানুষের কাছে অনুরোধ জানাই, আবরারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করুন।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News