ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 05:14 AM, 21 July 2025.
Digital Solutions Ltd

"রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দেরিতে বিতরনে: শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড"

Publish : 05:14 AM, 21 July 2025.

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

ঢাকা শিক্ষা বোর্ড এবার কঠোর অবস্থানে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যথাসময়ে বোর্ড থেকে সরবরাহ করা হলেও, কিছু শিক্ষা প্রতিষ্ঠান তা শিক্ষার্থীদের মাঝে বিলম্বে বিতরণ করছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হচ্ছে দুশ্চিন্তা, জটিলতা, এমনকি পরীক্ষায় অংশ নেওয়াও বাধাগ্রস্ত হচ্ছে।

বোর্ড বলছে—২০২৬ সালের পরীক্ষার আগে এবারই শেষ সতর্কবার্তা। যারা নিয়ম ভাঙবে, তাদের বিরুদ্ধে নেয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।

শনিবার (১৯ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ায় অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারছে না। ফলে তারা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাচ্ছে—যা শিক্ষার্থীদের জন্য মানসিক আঘাত হয়ে দাঁড়াচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়, কিছু প্রতিষ্ঠান বোর্ড অনুমোদন না পাওয়া বিষয়ে শিক্ষার্থী ভর্তি করে, অথচ রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সময় অনুমোদিত বিষয় দেখিয়ে কাজ চালিয়ে নেয়। কিন্তু প্রবেশপত্র বিতরণের সময় এই অসঙ্গতি ধরা পড়ছে। ফলে সেই বিষয়ে পরীক্ষার অনুমতি দেওয়া যাচ্ছে না—যা সরাসরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করছে।

বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে—২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণ নির্ধারিত সময়েই সম্পন্ন করতে হবে। বিলম্ব ফিসহ সময়সীমা শেষ হওয়ার পর আর কোনো সুযোগ থাকবে না।

একই সঙ্গে নির্দেশনায় বলা হয়েছে—বোর্ড থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১