ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 11:37 PM, 04 August 2025.
Digital Solutions Ltd

১২ দিন পর সীমিত পরিসরে খুলল মাইলস্টোন কলেজ, শ্রেণিকক্ষে ফিরলেন শিক্ষার্থীরা

Publish : 11:37 PM, 04 August 2025.
১২ দিন পর সীমিত পরিসরে খুলল মাইলস্টোন কলেজ, শ্রেণিকক্ষে ফিরলেন শিক্ষার্থীরা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে পোড়া গন্ধে ছেয়ে যাওয়া মাইলস্টোন কলেজের ভবন, স্বপ্ন আর জীবনের ক্ষয়ক্ষতি স্মরণে ১২ দিন পর আজ কলেজটি সীমিত পরিসরে পুনরায় খুলে দেওয়া হয়েছে। যদিও আজকের দিনটি পাঠদানকেন্দ্রিক নয়, বরং শোক ও স্মৃতিচারণার দিন হিসেবে পালন করা হয়।

রোববার সকাল ১০টা থেকে কলেজের মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করে। শিক্ষার্থীদের মধ্যে ছিল নিঃশব্দ শ্রেণিকক্ষে বসে এক ধরনের শোকযাত্রার চিত্র। কোন ধরনের হৈ-হুল্লোড় কিংবা কোন্দল-উতসবের দেখা মেলেনি।

কলেজে সকাল সাড়ে ১০টায় মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষেও কিছু শিক্ষার্থীকে বসে থাকতে দেখা গেছে।

দশম শ্রেণির শিক্ষার্থী সামিরা ইসলাম জানান, “প্রতিদিন যেই ভবনের সামনে দিয়ে হেঁটে ক্লাসে যেতাম, আজ সেখানে শুধুই পোড়া গন্ধ আর শূন্যতা। আজ কোনো ক্লাস হয়নি, আমরা শুধু পারস্পরিক কুশলাদি বিনিময় করতে এসেছি।”

একাদশ শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, “ক্যাম্পাসে পা রাখতেই চোখে পানি চলে আসে। এই মাঠে কত হাসিখুশি সময় কেটেছে, আজ সব স্তব্ধ। ভাবতে পারি না আমার সহপাঠীরা আর ফিরে আসবে না।”

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই লক্ষ্য নিয়ে সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এখানে এসে শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময় করবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাবে এবং মানসিক প্রশান্তি পাবে।

তাঁর আরও কথায়, কলেজে আজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিমান বাহিনীর সহযোগিতায় কলেজে একটি চিকিৎসা ক্যাম্প স্থাপিত আছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে। শিক্ষকরা শিক্ষার্থীদের কাউন্সেলিংও প্রদান করছেন এবং প্রয়োজন হলে ব্যক্তিগত আলাপের সুযোগও দিচ্ছেন।

উল্লেখ্য, দুর্ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ ২ আগস্ট পর্যন্ত কলেজ বন্ধ ছিল। এর মধ্যে প্রশাসনিক কার্যক্রম চালু ছিল এবং আহতদের জন্য একটি কন্ট্রোল রুম গঠন করা হয়েছিল।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১