ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 12:17 AM, 06 August 2025.
Digital Solutions Ltd

"জাবিতে হামলাকারী ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল"

Publish : 12:17 AM, 06 August 2025.

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা। আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ৬৪ জন বর্তমান শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর সনদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি জানান, মোট অভিযুক্ত ২২৯ জনের মধ্যে ১৩০ জন বর্তমান এবং ৯৯ জন সাবেক শিক্ষার্থী। এদের মধ্যে ৬৪ জনকে আজীবন বহিষ্কার, ৩৭ জনকে দুই বছরের জন্য বহিষ্কার, ৮ জনকে এক বছরের জন্য এবং ১ জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, সাবেক শিক্ষার্থীদের মধ্যে ৭৩ জনের সনদ সম্পূর্ণ বাতিল, ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত এবং ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা, ভীতি ও সন্ত্রাসের জায়গা নেই। কারো পরিচয় বা দলীয় অবস্থান বিবেচনায় আনা হয়নি। নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর আগে, গত ১৭ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২৮৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তাদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ, তাদের সনদ স্থগিত ও ফলাফল রোধ করা হয়।

পাশাপাশি, একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয় এবং সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও তৎকালীন রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটাই সবচেয়ে বড় প্রশাসনিক শাস্তি কার্যকরের ঘটনা। ক্যাম্পাসজুড়ে এখন মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, এটি একটি সাহসী পদক্ষেপ—আন্দোলনকারীদের ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। আবার কেউ এটিকে দেখছেন রাজনৈতিক রূপরেখার প্রতিফলন হিসেবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে “বৈষম্যবিরোধী আন্দোলন” চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠে ছাত্রলীগের বিরুদ্ধে। দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে প্রশাসন, যা এই শাস্তির সিদ্ধান্তে গিয়ে পৌঁছায়।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের দাবি, তারা শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১