ছবি সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আজ রোববার (১০ আগস্ট) সকাল ১০টায়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বছর এসএসসি পরীক্ষায় ফলাফল ছিল গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। পাসের হার কমেছে, জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কম। এর ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করেন। কেবল ঢাকা শিক্ষা বোর্ডেই চ্যালেঞ্জ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা। অনেকে একাধিক বিষয়ের জন্য আবেদন করেছেন।
খাতা চ্যালেঞ্জ করা অনেক শিক্ষার্থী এখনও ফলাফল না পাওয়ায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছেন না। তাই ফল প্রকাশের দিনটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ফল দেখার পদ্ধতি (সাধারণ শিক্ষা বোর্ড):
মোবাইলে মেসেজে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ:
SSC Dha 123456 2024 → পাঠাতে হবে 16222 নম্বরে।
ফিরতি মেসেজে জানিয়ে দেয়া হবে ফলাফল।
মাদ্রাসা বোর্ড:
ফলাফল পেতে আগেই প্রি–রেজিস্ট্রেশন করতে হবে। প্রি–রেজিস্ট্রেশনের ফরম্যাট:
Dakhil Mad 123456 2024 → পাঠাতে হবে 16222 নম্বরে।
ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি–রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস পৌঁছে যাবে।
কারিগরি বোর্ড:
এসএমএসের মাধ্যমে জানতে:
SSC Tec 123456 2024 → পাঠাতে হবে 16222 নম্বরে।
শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল থেকে সকল বোর্ডের ওয়েবসাইটেও পুনঃনিরীক্ষণের ফল পাওয়া যাবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News