ছবি সংগৃহীত
কারিগরি শিক্ষা অধিদপ্তর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর ফান্ড ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়ে কঠোর হুঁশিয়ারি জারি করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) শাখা-৬ (ভোকেশনাল-২) থেকে প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের ব্যাংক স্টেটমেন্টসহ আয়-ব্যয়ের তথ্য নির্দিষ্ট ছকের মাধ্যমে ৩১ আগস্টের মধ্যে জমা দিতে হবে। নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বেশ কিছু প্রতিষ্ঠান এখনও নির্দেশনা অমান্য করেছে। অনেক প্রতিষ্ঠানের প্রধান ও আয়-ব্যয় কর্মকর্তারা একাধিক খাতের অর্থ একই ব্যাংক হিসাব নম্বরে রেখেছেন, যা নিয়মবিরুদ্ধ এবং সরকারি চাকরি বিধির পরিপন্থি। কিছু প্রতিষ্ঠান একেবারেই কোনো তথ্যই জমা দেয়নি।
অনিয়মের অভিযোগ রয়েছে গাজীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, জামালপুর, চাঁদপুর, বরিশাল, সিলেটসহ আরও ৬০টির বেশি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে। পাশাপাশি, জয়পাড়া (ঢাকা), মুন্সিগঞ্জ, শরীয়তপুর, শেরপুর, কিশোরগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, সুনামগঞ্জ, ময়মনসিংহ, ঝিনাইদহ, খুলনা, যশোর ও আরও কয়েকটি প্রতিষ্ঠান একেবারেই সাড়া দেয়নি।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিমের স্বাক্ষরিত নির্দেশনায় বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সমস্ত প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে, আগামী ৩১ আগস্টের মধ্যে নির্দিষ্ট ছকের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্টসহ আয়-ব্যয়ের তথ্য পাঠাতে হবে।
অধিদপ্তরের এই উদ্যোগের লক্ষ্য হলো সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং ফান্ড ব্যবস্থাপনায় অনিয়মের পথ বন্ধ করা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News