ছবি সংগৃহীত
বৈষম্য বিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। সোমবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
দুপুরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালতের হাজতখানায় রাখা হয় কিছুক্ষণ। পরে তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ড আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগের দিন, রবিবার রাতে (২৪ আগস্ট) বরিশাল থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করে। এর আগে ১৭ আগস্ট গুলশান থেকে গ্রেপ্তার হন তার বাবা, বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। তিনিও বর্তমানে একই মামলায় পাঁচ দিনের রিমান্ডে আছেন।
মামলার এজাহার অনুযায়ী, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীর পাকা সড়কে অংশ নেন মো. আসাদুল হক বাবু। সেদিন দুপুরে আন্দোলনের সময় আসামিদের ছোড়া গুলিতে তার বুকে ও ডান পাশে আঘাত লাগে। দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে নিহতের বাবা জয়নাল আবেদীন গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এ মামলায় নাসির উদ্দিন সাথী ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।
আইনজীবীদের মতে, এ মামলা রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ। এখন আদালতের রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারী ও শুটারদের শনাক্ত করার প্রক্রিয়া চলবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News