ছবি সংগৃহীত
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত তাদের প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযোগ ওঠা শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা কোনো ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। যে অভিযোগ উঠেছে সেটার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আমরা তদন্ত কমিটি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব।”
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, রোববার (২৪ আগস্ট) স্কুলের প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির ২০–২২ জন শিক্ষার্থী হিজাব পরে ক্লাসে উপস্থিত হন। সব ক্লাসে কোনো আপত্তি না থাকলেও শেষ পিরিয়ডের ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করেন। অভিভাবকরা জানান, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে এবং হিজাব পরায় ‘জঙ্গির মতো’ মন্তব্যের অভিযোগও করেছেন একজন অভিভাবক।
শিক্ষক ফজিলাতুন নাহার জানান, “স্কুলের ড্রেস কোড অনুযায়ী কেউ পর্দা করলে সাদা স্কার্ফ ব্যবহার করতে হবে। অনেকে ওড়না পরে আসায় তাদের ক্লাস থেকে বের করা হয়েছে। আমি তাদের শেখানোর জন্যই এমন পদক্ষেপ নিয়েছি।”
ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানান, “বসুন্ধরা শাখার প্রধানের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News