ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:22 AM, 01 September 2025.
Digital Solutions Ltd

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

Publish : 09:22 AM, 01 September 2025.
মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দশম দিন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এদিন ছয়জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। মামলায় মোট ৩৫ জন সাক্ষীর জবানবন্দি শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর)।

সাক্ষ্যগ্রহণ পরিচালনা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। এদিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে, মাঝে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়।

সাক্ষীরা হলেন— সিলেটের সাংবাদিক মো. মোহিদ হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির লিটন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডা. হাসানাৎ আল মতিন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের ওয়ারেন্ট অফিসার তারেক নাসরুল্লাহ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন (নিটোর) সহকারী পরিচালক ডা. মো. রশিদুল আলম এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. রাহাদ বিন কাশেম।

সাক্ষীদের জবানবন্দি ও জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, তারেক আবদুল্লাহসহ অন্যান্যরা।

এর আগে মামলার নবম, অষ্টম ও সপ্তম দিনে আরও ২০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। মোট জবানবন্দি দেওয়া সাক্ষীর সংখ্যা বর্তমানে ৩৫। মামলায় এখনও সাক্ষী হিসেবে ৮১ জনের সাক্ষ্য নেওয়া হবে।

প্রসিকিউশন অভিযোগে উল্লেখ করেছেন, ১০ জুলাই আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলায় চার হাজার পৃষ্ঠার প্রমাণপত্র ও দুই হাজার পৃষ্ঠার তথ্যসূত্র, জব্দতালিকা এবং শহীদদের তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি থাকলেও রাজসাক্ষী হিসেবে আদালতে উপস্থিত রয়েছেন।

ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষীদের জবানবন্দি ও প্রমাণাদি বিশ্লেষণের মাধ্যমে আগামী বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে শিরোনাম উজিরপুরে লাইফ ইনস্যুরেন্সের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোনাম নেছারাবাদে মসজিদ উন্নয়নের বরাদ্দের টাকা ইউপি মেম্বারের পকেটে শিরোনাম নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল ববি ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শিরোনাম পটুয়াখালীতে গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়ল ৫ চোর শিরোনাম মওলানা ভাসানী সেতুতে নিরাপত্তা জোরদার, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন