ছবি সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, অনুসন্ধানকারীরা গোপন ও বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন যে, কাদের দম্পতি বিদেশে পালিয়ে গেলে দেশের বাইরে এবং ভিতরে থাকা তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করতে পারেন। এতে অনুসন্ধান কার্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদ বহির্ভূত আয় হিসাবে রূপান্তর করেছেন। এই অনুসন্ধান সুষ্ঠু রাখার জন্য আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেছেন।
দুদক আশা করছে, এই নিষেধাজ্ঞার ফলে অনুসন্ধান কার্য অব্যাহত থাকবে এবং প্রমাণাদি সংগ্রহ ও দায়িত্বশীল অনুসন্ধান সম্পন্ন করা সম্ভব হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News