ছবি সংগৃহীত
১৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একইসঙ্গে খালাস পেয়েছেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ও তার ছেলে মীর মো. হেলালউদ্দিন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আসামিদের দায়মুক্তি দিয়ে রায় ঘোষণা করেন। এতে আসামিদের করা আপিল মঞ্জুর এবং হাইকোর্টের দেওয়া সাজার রায় বাতিল করা হয়।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও অ্যাডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান।
২০০৭ সালের ৬ মার্চ দুদক অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মীর নাসির এবং তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করে। বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই মীর নাসিরকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন। হাইকোর্ট এ সাজা বাতিল করলেও পরে তা আপিল বিভাগ বহাল রাখে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সর্বোচ্চ আদালত এবার তাদের খালাস দিল।
অন্যদিকে, প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি ও আয়ের উৎস গোপনের অভিযোগে ২০০৭ সালের মার্চে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে দুদক মামলা করে। ওই বছরের নভেম্বরে বিচারিক আদালত টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেন। হাইকোর্ট তাকে খালাস দিলেও পরে দুদকের আপিলে আবার শুনানি হয় এবং টুকুর সাজা বহাল থাকে।
একাধিক পর্যায়ে হাইকোর্ট ও আপিল বিভাগে শুনানি শেষে অবশেষে ১৭ বছর পর আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্তভাবে টুকুকে খালাস দেন।
এই রায়কে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। বিএনপি নেতারা একে ন্যায়বিচারের প্রতিফলন বলছেন, অন্যদিকে আইনজীবীরা এটিকে দীর্ঘ আইনি প্রক্রিয়ার একটি নজিরবিহীন সমাপ্তি হিসেবে দেখছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News