ছবিঃ সংগৃহীত
আগামী তিন দিন অর্থাৎ ৭২ ঘণ্টায় সারা দেশে বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও ময়মনসিংহ অর্থাৎ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে দেশে।
এ সময় দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময় বৃষ্টি কমবে। একই সঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে। সেখানে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে সর্বনিম্ন ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। এ সময়ে টাঙ্গাইলে ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ডপাত করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News