ছবিঃ সবারকথা নিজস্ব প্রতিবেদক
ষষ্ঠ উপজেলা নির্বাচনে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে আজ ২১ মে সাতক্ষীরা জেলার তালা,দেবহাটা, আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
জেলার তিনটা উপজেলার নির্বাচন অবাদ,সুষ্ঠ, শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
এ দিকে গত ২০ মে সকল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে প্রয়োজনীয় সরঞ্জামাদি। দেবহাটা উপজেলায় ৯ প্রার্থীর মধ্যে উপজেলা চেয়ারম্যান ৫ জন,ভাইস-চেয়ারম্যান ২ জন, মহিলা- ভাইস- চেয়ারম্যান পদে ২ জন লড়ছেন।
চেয়ারম্যান পদে মুজিবুর রহমান (মোটরসাইকেল), আল-ফেদাউস আলফা (হেলিকপ্টার),আবু রাহান তিতু ( ঘোড়া), রফিকুল ইসলাম (আনারস), এ্যাড. গোলাম মোস্তাফা (চিংড়ি মাছ)প্রতিক নিয়ে লড়ছেন। ভাইস-চেয়ারম্যান পদে হাবিবুর রহমান সবুজ (তালা), বিজয় ঘোষ (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জি.এম স্পর্শ (কলস) ও আমেনা রহমান (ফুটবল) প্রতিক নিয়ে লড়ছেন।
দেবহাটা উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৫ শত ২৭ জন।তার মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ জন ও মহিলা ভোটার ৫৫ হাজার ৪ শত ৭১ জন।
দেবহাটা উপজেলা প্রতিনিধি ইব্রাহীম হোসেন জানান কুলিয়া,পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, ও দেবহাটা সদর ইউনিয়নে শুষ্ঠ ভাবে ভোট গ্রহণ চলছে। তবে লক্ষ্য করা গেছে সকাল থেকে ১ টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম ছিলো।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News