ছবিঃ সবারকথা নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত ও সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মঙ্গলবার (২১মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ইভিএমএ। দিনভর ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়। এ সময় ঘোড়া প্রতীকের প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাফায়াত আজিজ রাজুকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের প্রার্থী সদর ইউপির সাবেক সফল প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলসি প্রতীকের প্রার্থী ইয়াসমিন সুলতানা। ঘোষিত ফল অনুযায়ী, দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান রাজু ঘোড়া প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সহধর্মিণী রুমানা আকতার আনারস প্রতীক নিয়েকক্সবাজার জেলার পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত ও সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ
রাজু। দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মঙ্গলবার (২১মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ইভিএমএ। দিনভর ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়। এ সময় ঘোড়া
প্রতীকের প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাফায়াত আজিজ রাজুকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের প্রার্থী সদর ইউপির সাবেক সফল প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলসি প্রতীকের প্রার্থী ইয়াসমিন সুলতানা। ঘোষিত ফল অনুযায়ী, দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান রাজু ঘোড়া প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সহধর্মিণী রুমানা
আকতার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ১৮৭ ভোট। রাজু ৪ হাজার ৭৭৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এক প্রতিক্রিয়ায় সদ্য নির্বাচিত পেকুয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাফায়াত আজিজ রাজু বলেন, এ বিজয় পেকুয়ার সাধারণ জনগণের। সবাইকে সঙ্গে নিয়ে পেকুয়াকে মডেলরূপে সাজাব। আমি পেকুয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সঙ্গে সঙ্গে নির্বাচনে দায়িত্বরত সবার প্রতিও কৃতজ্ঞ। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News