ছবিঃ সবারকথা নিজস্ব প্রতিবেদক
উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনার দুইটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের বেসরকারি ফলাফলে বরগুনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মতো মনিরুল ইসলাম মো. মনির (আনারস প্রতীক) ৩৮ হাজার ৮১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এনামুল হক শাহীন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৬ হাজার ৭৭৯ ভোট।
অপরদিকে জেলার বেতাগী উপজেলায় চেয়ারম্যান পদে মো. খলিলুর রহমান খান (মোটরসাইকেল প্রতীক) ১২ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খ, ম, ফাহরিয়া সংগ্রাম আমিনুরল (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১০ হাজার ৩৮ ভোট।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বরগুনা সদর ও বেতাগী উপজেলায় ভোটগ্রহণ চলে। ভোট শেষে রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে ভোটের এ প্রাথমিক ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা।
এ বিষয় নির্বাচনের রিটার্নিং ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুল হাই আল হাদী বলেন, বরগুনার দুইটি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News