ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫
এইচ.এম.রাসেল, বরগুনা প্রতিনিধি :
Publish : 07:12 AM, 17 December 2024.
Digital Solutions Ltd

তালতলী মাঠে তিন প্রার্থী; সভা সমাবেশে ব্যস্ত তারা

Publish : 07:12 AM, 17 December 2024.
তালতলী মাঠে তিন প্রার্থী; সভা সমাবেশে ব্যস্ত তারা

ছবিঃ সবারকথা নিজস্ব প্রতিবেদক

এইচ.এম.রাসেল, বরগুনা প্রতিনিধি :

তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মিন্টু (আনারস) ও রেজবি-উল কবির জোমাদ্দার (ঘোড়া) ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক (মোটর সাইকেল) সভা  সমাবেশে ব্যস্ত সময় পাড় করছেন। মঙ্গলবার রাতে তিন প্রার্থী তাদের কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে উপজেলা শহরে মিছিল শেষে সমাবেশ করেছেন।

 

জানাগেছে, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ মার্চ। এ নির্বাচন সামনে রেখে তালতলীর রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। এ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন সাবেক উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার এবং  উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিন প্রার্থীই ব্যস্ত সভা সমাবেশ নিয়ে। তবে বিএনপি প্রার্থীর সভা সমাবেশ কম। আওয়ামীলীগ দুই প্রার্থী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এরা পরস্পর ভাই হলেও কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। সভা সমাবেশে একজন আরেক জনের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন। 

 

মনিরুজ্জামান মিন্টু উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ছিলেন। ওই পাঁচ বছরে তিনি তৎকালীন ইউএনও, শিক্ষক ও সাধারণ মানুষকে কথায় কথায় মারধর করতেন। ওই কারনে ২০১৯ সালের নির্বাচনে তিনি রেজবি-উল কবির জোমাদ্দারের কাছে হেরে যান। 

 

বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার গত পাঁচ বছরে সরকারী প্রকল্প, আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উপায়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন। এছাড়া তার বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে। নারী কেলেংকারীর ঘটনায় বরগুনা জজ আদালতে এক তরুনীর বাবা তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। 

 

অপর দিকে উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করছেন। ইতিমধ্যে তাকে কেন্দ্রিয় বিএনপি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। 

 

আনারস প্রতিক প্রার্থী সাবেক উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টু বলেন, সভা সমাবেশের মাধ্যমে মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। আশা করি মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।

 

ঘোড়া প্রতিক প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, গত পাঁচ বছরের উন্নয়ন কর্মকান্ডই মুল্যালণ করে ভোটাররা আমাকে ভোট দিবেন। 

নির্বাচন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভারত থেকে এক হাজার কোটি টাকার ডিজেল কিনছে বিপিসি শিরোনাম চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে শিরোনাম বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা শিরোনাম সেঞ্চুরি করেই বড় সুখবর পেলেন লিটন, রিশাদকে নিল লাহোর শিরোনাম শিক্ষার্থীরা কবে বই পাবে, জানালেন শিক্ষা উপদেষ্টা শিরোনাম বাংলাদেশ তুর্কি ট্যাংক কেনার কোনও সিদ্ধান্ত নেয়নি