বন্ধুর প্রেমে পড়েছেন, বলবেন কীভাবে
প্রিয়বন্ধুকে ভালো লেগে যেতেই পারে। শুধু বন্ধু হিসেবে ভাবতে ইচ্ছে না করতেই পারে। কিন্তু এমনটা হওয়া কি উচিত? উল্টোদিকে বন্ধুর মনেও কি একই অনুভূতি? কীভাবে তাকে বলা যায় মনের কথা? এসব প্রশ্ন আপনার মাথায় ঘুরছে।
বন্ধুকে আপনার ভালো লাগে, আর এই ভালোলাগা নিছক বন্ধুত্ব নয়। বন্ধুত্বের চেয়েও খানিকটা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, একতরফা প্রেম বা ভালোলাগা থেকে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
গবেষক এডওয়ার্ড লেমে এবং নোয়া উলফ জানান, একতরফা সম্পর্কের ক্ষেত্রে বা ভালোলাগার ক্ষেত্রে যেকোনো একজন বন্ধু অপরের প্রতি দুর্বল হয়ে পড়েন। এই ধরনের ভালোলাগার ক্ষেত্রে যিনি ভালবেসে ফেলেন তিনি ভাবেন, তার বন্ধুটিও বুঝি তাকে একইভাবে পছন্দ করেন। তাই নিজের অজান্তেই তিনি তার ভালোবাসার মানুষটির কাছাকাছি চলে যান। কখনও ফ্লার্ট করেন বা ইশারা-ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি আসলে সম্পর্কে ঠিক কী চাইছেন।
আবার গবেষকদের একাংশ মনে করেন, অনেক সময় অপর বন্ধুটির হয়তো তেমন ভাবনা থাকে না। তিনি বন্ধুত্ব নিয়েই যথেষ্ট খুশি। কিন্তু অপর ব্যক্তির ভিন্ন ইশারা এবং ফ্লার্ট তার মনের ভাবনাকেও পরিবর্তন করতে সাহায্য করে।
গবেষণায় দেখা গেছে, কোনো বন্ধু-যুগলের একজন যদি অপরের প্রতি দুর্বল হন এবং তিনি যদি ক্রমাগত অপর বন্ধুটিকে বুঝিয়ে যান যে তিনি তার বন্ধুকে কত ভালোবাসেন, তাহলে দু’জনের সম্পর্কে অবশ্যই একটি পরিবর্তন আসবে। অপর বন্ধুও তাকে অন্য চোখে দেখতে শুরু করবেন। এমনটি ঘটলে বন্ধুত্বের বাইরেও অন্য সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকে।
কিন্তু গবেষকরা একথাও বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হওয়া সময়সাপেক্ষ। বন্ধুর মন পেতে বা তাকে নিজের মনের কথা বুঝিয়ে বলতে অনেকটা সময় লেগে যেতে পারে। তাই আপনার যদি খুব ভালো বন্ধুকেই ভালো লেগে থাকে, তবে তাকে ইশারায় মনের কথা বুঝিয়ে বলতে পারেন।
তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে, বন্ধু কিন্তু আপনার বিষয়ে এমন ভাবতে নাও পারেন। সেক্ষেত্রে দুঃখ পেলে চলবে না। বরং ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে সেই মুহূর্তের জন্য যখন বন্ধুটিও আপনাকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাববেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News