ইতালির এমপিকে ২৫ কোটি টাকা ঘুষের প্রস্তাব, গ্রেপ্তার ৫
ঢাকাস্থ ইতালীয় দূতাবাসের তিন দুর্নীতিবাজ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। রোম আদালতের সরাসরি নির্দেশে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ওই কর্মকর্তাদের সঙ্গে দুই বাংলাদেশিকেও আটক করা হয়। গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে, আর বাকি তিনজনকে গৃহবন্দী করা হয়েছে।
বাংলাদেশ থেকে জনপ্রতি ১৫ হাজার ইউরো করে আদায় করে ভিসা জালিয়াতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল একটি চক্র, যার ওপর অবশেষে কঠোর পদক্ষেপ নিয়েছে ইতালির প্রশাসন।
এই কেলেঙ্কারির তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ক্ষমতাসীন দল ফ্রাতেল্লি দি'ইতালিয়া (ব্রাদার্স অব ইটালি)-র প্রভাবশালী এমপি আন্দ্রেয়া দি জুসেপ্পেকে নগদ দুই মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ২৫ কোটি) ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। চক্রটি চেয়েছিল, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে ভূমিকা রেখে ঢাকাস্থ ইতালীয় দূতাবাসকে অনিয়মিতভাবে ভিসা ইস্যুর নির্দেশ দেন এবং বাংলাদেশিদের ভুয়া ফাইল যাচাই-বাছাই ছাড়াই অনুমোদন করেন।
ঘুষের অর্থ ছাড়াও, আন্দ্রেয়াকে একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ি, স্মার্টফোন, ট্যাবলেট, এবং দুবাইয়ে বিলাসভ্রমণের প্রলোভন দেওয়া হয়। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো নিজেই তদন্ত শুরু করেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তদন্ত দল গঠন করেন এবং আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের পথ প্রশস্ত করেন।
এরপর রোম ও নাপোলির প্রিফেকচার (প্রেফেত্তুরা) অফিসের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে পরিচালিত তদন্তের ভিত্তিতে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। তদন্তে বেরিয়ে আসে, ভিসা জালিয়াতির মূল হোতা ছিলেন রোমের ‘ইল সিচিলিয়ানো ফিশ’ রেস্তোরাঁর বাংলাদেশি মালিক ইসলাম নজরুল। তিনি ইতালিতে ভুয়া নিয়োগকর্তা জোগাড় করে নুল্লা অস্তা (ভিসার অনুমোদন পত্র) সংগ্রহ করতেন এবং ঢাকাস্থ ইতালীয় দূতাবাসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় তা বৈধ ভিসায় রূপান্তর করতেন।
রোম আদালতের তদন্তে উঠে এসেছে, ঢাকাস্থ ইতালীয় দূতাবাসের কর্মকর্তা নিকোলা মুস্কাতেল্লো এই চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। অতীতে তাকে ঢাকা থেকে তুরস্কে বদলি করা হয়েছিল। একইভাবে, দূতাবাসের ভিসা সেকশনের কর্মকর্তা রবের্তো আলবের্গোও এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য মিলেছে।
এই ঘটনায় ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী মারিয়া ত্রিপোদি সরেজমিনে তদন্তের জন্য ঢাকা সফর করেছেন। ঢাকাস্থ দূতাবাসের তিন কর্মকর্তার ইতালিতে গ্রেপ্তারের পর ভিসা বাণিজ্যের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News